ভেবেছিলাম এই উইকেন্ডটাতে একটু ভাবুক চিন্তা থেকে দূরে থেকে ভালো করে পড়াশুনা করব।কিন্তু আমার বেস্টফ্রেন্ড কে (

)এই প্রশ্নটা মাথার মধ্যে এতই ঘুরতেছে যে পড়ায় মনই বসতেছে না

।কথাটা আসলে এতদিন মাথায় আসে নাই।গতকাল আমার এক ফ্রেন্ড যাকে আমি one of the best friend ভাবতাম সেই বললো আমিতো তোমার বেস্টফ্রেন্ড না(


)।
ওর সাথে আমি রিক্সায় হল থেকে ক্যাম্পাসে যাচ্ছিলাম।তখন দেখি আমার এক পূর্বপরিচিত স্যার যাচ্ছেন।তখন ও বললো,স্যার সব সময় আমাকে তোমার সাথে দেখে।উনি নিশ্চয়ই ভাবেন আমি তোমার বেস্টফ্রেন্ড।কিন্তু আমিতো না।আমি তখন এতটাই হতবাক হলাম যে মুখ থেকে শুধু বেড়িয়ে এল,’তাহলে আমার বেস্টফ্রেন্ড কে


?’ তার উত্তর ,আমিতো জানিনা।'
আমি এখন এতটাই কনফিউজড(

) যে বুঝতেছিনা আসলেই আমার বেস্টফ্রেন্ড কে!!আমরা সবসময় একসাথে ক্লাসে বসি।একসাথে ল্যাব করি,একই গ্রুপে কাজ করি।সেই ভার্সিটি লাইফের শুরু হতে। সে ব্রেক এর সময় আমার রুমে এসে থাকে। আমার রুমে,খায়,ঘুমায়,কাজ করে।ক্লাসটেস্ট এর সময় আমার পড়া না হলেও তাকে আমি পিসি ছেড়ে দিয়েছি।আমি কখনও কিছু বলিনি,বরংচ যাতে কোন প্রব্লেম না হয় সেই দিকে খেয়াল রেখেছি। খাবার না নিয়ে আসলে নিজের যাই থাকুক না কেন খেতে দিয়েছি।নিজে না খেয়ে তাকে দিয়েছি।মাঝে মাঝে রান্না করেও খাইয়েছি।
সে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কাজ করে।সবসময় আর কেউ না সাপোর্ট দিক আমি দিয়েছি।ওর বার্থডেতে স্বরচিত কবিতা উপহার দিয়েছি।ওর ভাইয়ের বিয়ের সময় ওদের বাসায় থাকার প্রব্লেম হচ্ছিল বলে আমার কষ্ট হলেও তাকে আমার রুমে থাকতে দিয়েছি।আমি খুব অসুস্থ হলেও ,সারারাত জেগে থাকার ফলে বিছানা টানলেও কখন বলি নাই।ও আমার সাথে এমন কিছু জিনিস শেয়ার করত যা আর কাউকে বলত না।ইমোশনাল ব্যাপারগুলো সব সময় ই আমার সাথে ডিস্কাস করে কাজ করত।এই টার্মে একসাথে প্রজেক্ট করছি,ফলে ইন্টিমেসি আরো বেড়ে গিয়েছিল।গত সাড়ে তিন বছরেও কেন সে আমাকে বেস্টফ্রেন্ড বলে মানলো না তার কোন সমাধান আমি বের করতে পারিনি


।কখনো আসলে হিসাব করিনি আমি কি করেছি তার জন্য।এত ক্লোজ ছিলাম।কালকেও তো ছিলাম।আজ থেকে আর ফ্রেন্ড হিসেবে মানতে খুব কষ্ট হচ্ছে


।তাহলে কি একসাথে সমান অনুভূতি শেয়ার করা,গল্প করা,মজা করা,একজনের কষ্টে নিঃস্বার্থভাবে সাহায্য করা,সব সময় তার প্রতি কেয়ার করা এগুলো কি তবে ফ্রেন্ডশীপ এর বহিঃপ্রকাশ নয়?বন্ধুতা তবে কি শুধু নিজের দরকারে অন্যকে ইচ্ছামত ব্যবহার করা?নাকি বন্ধুতা মানে অন্য বিশাল কিছু যা এখনও আমার ধরাছোয়ার বাইরে?

