বটগাছে ভূত! তাও আবার পাশাপাশি দুই বটগাছ জুড়ে!
বটগাছে যে ভূত থাকে তা হাড়ে হাড়ে টের পেয়েছে অনি। ভাগ্যিস, অল্পের জন্য সে যাত্রা রক্ষা হলো! কিন্তু ভূতের হাত থেকে ছাড়া পাবে কিভাবে?
ওই গাছ দুটোর তলা দিয়েই রাতের বেলা একা দোকানে যেতে হবে তাকে! মনে পড়লেই ভয়ে গা কাঁটা দিয়ে ওঠে অনির।
ওদিকে কাউকে সে বলতে পারছে না ভূতের কথা। তার চারপাশ জুড়ে আছে ভূত। খেলার মাঠ, স্কুল, বাসা - কোথাও সে নিজেকে স্বাভাবিক মনে করতে পারে না। যে যাবে কোথায়!
জাহাজ কারখানার কলোনির এক আঙ্কেলের ঘাড়ে আঙুলের আঁচড় তাকে আরো ভীত করে তোলে। পুরানা জাহাজটার গায়ে ছাপগুলো কিসের!
অনি জড়িয়ে পড়ে একের পর এক ভৌতিক ঘটনায়। নাকি মনের অজান্তে ভূতকে জড়িয়ে নেয় নিজের সাথে।
সত্যি কি ভূত! এরকম এক শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে সাজানো জাহাজ কারখানার ভূত। ঘটনাগুলো অনবদ্য রূপ নিয়েছে ওমর বিশ্বাসের হাতে।
লেখকের পরবর্তী রহস্য বই জিনের খেলা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩১