ওয়ামি - ওয়ালি, এই প্লাটফর্মেই তো মুক্তিযোদ্ধাদের কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিলেন, তাই না?
ভিক্ট্রি সাইন তো দেশের স্বাধীনতা ভালোবাসা, একাত্তরকে ভালোবাসা লোকদের দেখিয়েছিলেন তাই না?
সত্যিকার ভিক্ট্রি কোনটা সেটা আজকে আশা করি বুঝে উঠতে পেরেছেন।
মুক্তিযোদ্ধাদের গালি দিয়েছিলেন, অথচ আজকে বাংলাদেশে কোনটা বড় গালি? কুত্তার বাচ্চা নাকি রাজাকারের বাচ্চা? একবার ভেবে দেখবেন অবসরে।
রাজাকার শেষ হয়ে যাবে কিন্তু দেশ ও স্বাধীনতার শত্রু হয়ত শেষ হবেনা। আপনাদের মতো 'রাজাকারের বাচ্চা - কাচ্চা'রা যে থেকে গেলো!
কিন্তু দেশ ও স্বাধীনতার সাথে শত্রুতা করে শেষ পর্যন্ত ভিক্ট্রি সাইন দেখাতে পারবেন না। কারণ শেষ হাসি সব সময় ন্যায় ও সত্যেরই হয়।
সত্যিকারের ভিক্ট্রি সাইন দেখতে চাইলে আজকের কোটি কোটি একাত্তরপ্রেমীর মুখের হাসিটুকু দেখে নিন। সত্যিকারের ভিক্ট্রি এটাই, লজ্জাহীনভাবে আপনার আঙ্গুল উঁচানোটা নয়।