ও আমার জর্জরিত হৃদয়, নিজেকে সারিয়ো না,
হয়ে যাক, সে পুড়ে খাক, ব্যথা তুমি হারিয়ো না।
সব কিছু ছেড়ে চলে যাবার ক্ষণে, ভালোবাসা বিনে,
এক তুমিই তো ছেড়ে যাও নি, সঙ্গ দিয়েছ স্বার্থহীন।
বিশ্বাস করো, শ্বাসটুকুকেও বিদায় জানিয়েছি দ্বিধাহীন,
তবু বুকের স্পন্দন থামে নি, তুমি রয়েছ বলে কষ্ট,
বাঁচবার জন্য প্রয়োজনীয় একটা কিছুর অস্তিত্ব তুমি,
কিছু অবশিষ্ট না রইবার যাতনা, সমাপ্তির প্রেরণা।
দেখো পরম মমতায় বুক জুড়ে এঁকেছি প্রিয় সে ক্ষত,
রক্তাক্ত হয়েছে বৃষ্টিধারা চোখের কোণে, ঝরেছে অবিরত,
কষ্ট ছিলে বলে আছি, ব্যথাতুর রাতগুলো রচে গেছি,
সব না থাকার দীর্ঘশ্বাসটুকুতেই নাহয়, আছো অন্তত!
জানি ঘৃণা করো আমায়, কিছু একটা অনুভব করো তবু,
এই অনুভূতিহীন শহরে এটুকুরই বা স্থান ছিল কোথায়,
দেয়ালের রঙে ছিলনা, শিল্পীর চিত্রকর্মে, কারো কথায়।
নিঃস্পৃহ দেখে গেছি, এ প্রাণের মৃত্যু চাইবার প্রার্থনা,
প্রিয় কষ্ট-দেবী, হয়ত জানতে না এই যে ছিল কামনা!
কষ্ট আরেকটু কষ্টকর হও বরং, দুঃখরা দুঃখিত হও,
ব্যথারা ব্যথিত করো, ক্ষতগুলো আরও একটু রক্তাক্ত,
ছেড়োনা তবু একাকীত্বে জীবন্ত, মৃত্যুতে না করে সিক্ত।
----------------------------------------------------
অবশিষ্ট কষ্ট - ০৪/০২/২০১৪।