আজকে আমার ছোট বেলার একটা কথা মনে পড়ে গেল । আব্বু রোজ সকালে হাটতে বের হতো তো মাঝে মাঝে আমিও বায়না ধরতাম আব্বুর সাথে আমিও হাটতে যাবো, কিন্তু আব্বু বলতো “আমিতো অনেক হাঁটব বাবা তুমি অতো হাটতে পারবে না” । আমি হল নাছোড় বান্দা না নিলে কেঁদে বাসা মাথায় তুলতাম । তাই আব্বু বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতো । তো এক সকালের কথা বলি, আমি আর আব্বু হাটতেছি, কিছুক্ষণ হাটার পর পা ব্যাথা করছে তাই আব্বু কে বললাম আমি আর হাটতে পারবোনা । তাই কি আর করা আব্বু না পেড়ে বাসায় যাবার জন্য একটা রিক্সা ঠিক করলো । রিক্সা দিয়ে যাবার সময় পথে দেখি একটা মানুষ কে অনেক মানুষ মিলে মারছে । আমার খুব মায়া হল, তাই আব্বু কে বললাম “সবাই ঐ লোকটাকে এভাবে মারছে কেন ” আব্বু বলল তুমি রিক্সায় বসে অপেক্ষা করো আমি দেখে আসি । ফিরে এসে আব্বু বলল লোকটা চোর তাই ওকে সবাই মারছে । তখন আমি আবার প্রশ্ন করলাম আচ্ছা মানুষ চুরি করে কেন? তখন আব্বু বলল ওরাতো খুব গরীব, খেতে পায়না ঠিক মতো তাই বাধ্য হয়ে চুরি করে । তাই ঐ বয়সে আমি ভাবতাম মানুষ চুরি করে বাচার জন্য । কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে । এখন মানুষ শুধু বাঁচার জন্যই চুরি করে না । এমনি এমনিও চুরি করে ।
আমার লেখা দেখে একটু বিরক্ত হচ্ছেন নিশ্চয়? আসলে আমার এই রকম লেখা লিখতে হবে কোন সময় ভাবিনি । আপনারা হয়তো অনেকেই আমার ‘পদার্থের ক্ষুদ্রতম কণার কথা’ এই সিরিজটি পড়েছেন । একই শিরোনামে একটি লেখা zero2inf.com নামক ওয়েব সাইটে প্রকাশ করা হয় । তাই আমি একটু আগ্রহ নিয়েই লেখাটা পড়া শুরু করি । পড়ে দেখলাম আমার লেখাটাই sazzad নিজের নামে 29th of August 2012 দুপুর 12:50:51 প্রকাশ করেছেন । আমি খুব অবাক হলাম । সে নিজেকে মেডিক্যালের ছাত্র বলে দাবী (I am a medical student,studied in Khulna medical college,khulna.) করেছে । নীচে লিঙ্কটা দিলাম ।
http://zero2inf.com/particle-physics/
হয়তো ডিজিটাল যুগ তাই এখন মানুষ আর শুধু বাঁচার জন্যই চুরি করে না এমনি এমনিও চুরি করে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৬