দৈনন্দিন পথনির্দেশিকা
sb]দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমু’আ (বহুর সমাবেশ)
________________________________________
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন,
সূর্য উদিত হয় এরুপ (প্রতিটি) দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমু’আর দিন.
এদিনই আদম(আ)-কে সৃষ্টি করা হয়েছিল.
এদিনই তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন.
এদিনই তার তওবা করা হয়েছিল.
এদিনই তিনি মৃত্যূবরণ করেছিলেন.
এদিনই কিয়ামত সংঘটিত হবে.
জ্বিন ও মানুষ ছাড়া এমন কোন প্রাণী নেই যা শুক্রবার দিন ভোর থেকে সুর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত হয়ে কান পেতে না থাকে.
এদিন এমন একটি বিশেষ সময় আছে, নামাযরত অবস্থায় কোন মুসলমান বান্দা যদি তা পেয়ে যায় এবং মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোন অভাব পূরণের জন্য (ঐ সময়ে) প্রার্থনা করে তাহলে আল্লাহ তা পূরণ করে দেন.
Abu daud 1046 Narrated by Abu Huraira(R)
________________________________________
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth