السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দানশীলতার প্রবাদ পুরুষ
দানশীলতার ব্যাপারে রাসুলের অন্যতম সাহাবী ও ইসলামী রাষ্ট্রের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) ছিলেন অবিশ্বাস্য রকমের উদারহস্ত।
তিনি ছিলেন তদানীন্তন আরবের সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি। তার দান-খয়রাতের এক-একটি ঘটনাও ছিল রুপকথার মত।
একদা জনৈক অভাবগ্রস্থ ব্যক্তি সাহায্যের প্রত্যাশায় হযরত উসমান (রা.) এর শরনাপন্ন হল। লোকটি যখন হযরত উসমান (রা.)-এর বাড়ীর সন্নিকটে পৌছল সে দেখল তিনি নিবিষ্টচিত্তে মাটি হতে সরিষার দানা খুটিয়ে খুটিয়ে তুলছিলেন। এই দৃশ্য দেখে আগন্তুক লো্কটি ভীষণভাবে হতাশাগ্রস্ত হল। সে হযরত উসমান (রা.)-কে এক কৃপণ ব্যক্তি ভেবে ফিরে যেতে উদ্যত হল।
সহসা হযরত উসমান (রা.) আগন্তুক ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি তাকে কাছে ডেকে এভাবে ফিরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। লোকটি সবকথা আদ্যপান্ত খুলে বলল। হযরত উসমান (রা.) তার কথা শুনে একটু মুচকি হাসলেন।
ঘটনাক্রমে এই সময় পণ্য-সামগ্রী বোঝাই সাতটি উট এসে সেখানে থামল। হযরত উসমান (রা.) উটসহ সমগ্র পণ্য-সামগ্রীই আগন্তুককে দান করে দিলেন। এই ঘটনায় লোকটি একেবারে হতবাক হয়ে গেল এবং উসমান (রা.) সম্পর্কে তার বিরুপ ধারণার জন্য বারবার অনুশোচনা প্রকাশ করতে লাগল।
(খেলাফতে রাশেদা-পৃষ্ঠা নং ১৪৫ টীকা নং-১)
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth