অবরোধের ২৮ দিন, প্রধান দুই দল কোন সমঝোতাতে পৌঁছাতে পারছে না, আমরা কি করবো??
বাসায় থাকব আর টক শো আর সংবাদ দেখবো, ভয়ে ভয়ে বাইরে বের হয়ে ককটেল খাব, পুলিশ এর হাতে মার খাব, অফিস থেকে কষ্ট করে ফিরতে গিয়ে আগুনে পুড়ে কয়লা হব, আমাদের সাধারন মানুষের সংখ্যা এবং ক্ষমতা এদের দৃশ্যমানভাবে মনে করিয়ে দেয়া এই মুহূর্তে খুব প্রয়োজন হয়ে উঠেছে।
১৯৪৫ সালে গান্ধীর অহিংস আন্দোলন এর আধুনিক কোন সংস্করণ আনা যেতে পারে।
এখানে আমি একটা পরিকল্পনা করলাম, আপনাদের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করতে পারেন-
১. অনশন করে আমি মরতে পারব না, তবে মোটর যানবাহন বর্জন করে পায়ে হাঁটা অথবা সাইকেল চালানো যেতে পারে, এতে রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাবে, সহিংসতা করার সুযোগ কমে যাবে, বর্তমান সরকার কে বুঝিয়ে দেয়া যাবে মানুষ আলোচনা চায়, সংঘাত নয়।