স্বাধীনদেশের পরাজিত মানুষ আমরা.........দেখলাম....ভাবলাম.....১৯৭১ তো দেখিনি.....এই ভয়াবহতা মনে হয় তা থেকে কোন অংশে কম নয়। দেশের জন্য বাহিরের শত্রুর হাতে জীবন দেওয়া অনেক গর্বের কিন্তু নিরস্ত্র অবস্থায় নিজ কর্মক্ষেত্রে অনুগত জোয়ানদের হাতে জীবন হারানো.......!
কোন ভাবেই মেনে নেওয়া যায়না হত্যা, লুন্ঠন.........যেভাবে ধ্বংস করা হয়েছে....অফিসারদের বাসভবন।
দ্রুত যথাযথ তদন্ত করা প্রয়োজন কারণ এই ঘটনার অনেক কিছুই পর্দার আড়ালে রয়ে গেছে .....কিন্তু যখনই বিডিআরের কোন সদস্যকে লুন্ঠিত সম্পদ সহ গ্রেফতার হতে দেখছি.......তখনই মনের ভেতর থেকে বেরিয়ে আসছে.......ধিক বিডিআর বিদ্রোহ, ধিক তোমাদের কাপুরুষতার.......!!!.
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯