ভালবাসার ছোট্ট বাসায় এসে
সুখ বিছানায়
শরীর এলিয়ে মিষ্টি করে হেসে
সুরেলা স্বরে
ডেকেছো কতো আমায় ভালবেসে,
আজ মন ভাল নেই....
কেন তুমি কাছে নেই??
চাঁদের আলোয় তোমায় খুঁজে
মনের জলে চোখ ভেজে না আর,
বহুদূর বহুদূরে নিশ্চুপ নিষ্পলকে
পথ হারানো দৃষ্টির পথ মেলে না আর........
তবুও,
চেতনার বাইরের পৃথিবী তোমাকে ভোলেনি
অবুঝ সেই চেতন তোমার সান্নিধ্যে ছাড়েনি......
এখনও,
তোমাকে ভেবেই চোখের পাতা ভেজে
তোমাকে ভেবেই ঠোঁটের দু'কোন হাসে।
তুমি কী তা বোঝো না !!
তুমি কী ফিরতে পারো না !!
--------------------------------
রাত: ১২:২৮....বুধবার
--------------------------------
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১