আজ ঘুমুতে পারি না আমি;
দু’চোখের পাতা এক হতেই ভেসে ওঠে
প্রিয় মুখ, প্রিয় আঁচল, প্রিয় তুমি।
ক্লান্ত চোখে আমার ঘুম আসে না,
আজ কেউ একজন আমায় ভালোবাসে না।
ঘুটঘুটে অন্ধকারেও রাত নামে না।
দু’চোখ জুড়ে থাকে বিভীষিকার আলো;
আলোর বিভীষিকা!
অধরা স্বপ্নগুলো অধরাই থেকে গেল,
ধরা স্বপ্নগুলো হয়ে উঠল মরীচিকা।
সম্পর্ক নিয়ে তুমি মাতো মেয়েমানুষিতায়;
আর আমি পড়ে থাকি অব্যবস্থাপনায়,
ফুঁপিয়ে উঠি ভালোবাসার কাঙালপনায়।
সুনসান নীরবতায়ও জেগে থাকি অপেক্ষায়।
ঘুমুতে পারি না আমি
বিশ্বাস করো;
আমার ঘুমহীন চোখ দুটোকে বিশ্বাস করো।
হাজার বছর ধরে ওরা নির্ঘুম,
তোমার স্বপ্নে আর হতে চায় না গুম।
পরিশ্রমী চোখ দুটো আমার
তোমায় দেখতে আর সংগ্রাম করে না।
ওরা আজ যুদ্ধবিরতি চায় স্থায়ীরূপে,
ওরা আজ শান্তি চায় প্রেমের মৃত্যুকূপে।
অবহেলা আর মন্দবাসার শ্যেনদৃষ্টিতে
অনেক আহত হয়েছে আমার নিরীহ চোখ।
আর তাই দৃষ্টিসীমানায়
কোন ভালোবাসার অভিনয় আর নয়।
এসেছে ঘুমের সময়!
দুই চোখ মুদে, ঘুমুব পরম আমোদে।
বহুদিনের জমানো ঘুমের শেষে
দেব পাড়ি হাসিমুখে অন্যদেশে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৩