গ্যাস রপ্তানী চুক্তি বাতিলের দাবীতে ১৩ জুলাই চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী
দেশে এখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে বুয়েটের মেধাবী ছাত্র ,ইংলিশ মিডিয়ামের মেধাবী ছাত্র ,ভার্সিটির মেধাবী ছাত্র শিক্ষক সবাই আজকে নিজেদেরকে টোকাই বলে দাবী করতে দ্ধিধা করছে না ,বরং গর্ববোধ করছে !! করবে নাইবা কেনো ?? অন্যায়ের প্রতিবাদ কারীদের যদি টোকাই বলা হয় তাতে কার ই বা আপত্তি থাকে ?আমিও আজকে নিজেকে টোকাই বলে পরিচিত দিতে গর্ববোধ করছি !
একটু ভেবে দেখেছেন কি ?আজকে টোকাই বলা হচ্ছে আমাদেরকে ,কিন্তু গ্যাস রপ্তানীর কার্যক্রম শেষ হওয়ার ২০ থেকে ৩০ বছর পর দেশটা যখন আজকের এই রপ্তানির পরিস্থিতিটার কারনে সত্যিই আরেকটা দেশের কাছে হাত পাতবে তখন কেমন লাগবে ?? আজকে আমরা টোকাই ,কিন্তু আগামীকাল তো আমাদের মায়ের মত দেশটাকেই পুরা বিশ্ব টোকাই বলে ডাকবে ! স্বাভাবিক ভাবে আমরা , আমাদেরকে দেওয়া গালি মেনে নিতে পারি কিন্তু মা বাবাকে দেওয়া গালি কেও হজম করতে পারিনা ,আমরা যদি আমাদের দেশের সন্তান হয়ে থাকি তবে কি করে মায়ের সমান এই দেশটাকে দেওয়া গালী মেনে নেবো ?
ভাষার দাবীতে ছাত্র আন্দোলন ,মুক্তিযুদ্ধের মত একটি মহান যুদ্ধ ছাড়াও বর্হিবিশ্বের কিছু কিছু দেশ আমাদের এই ছোট উন্নয়নশীল দেশটাকে তেল গ্যাস খনিজের জন্য অভ্যন্তরীন ভাবে ভ্যালু দিয়ে থাকে । যে গ্যাসের জন্যও আমাদের আলাদা একটা সম্মান আছে সেই সম্মানটা কেনো আমরা বিক্রি করবো ?
আমাদের দেশে এই পরিস্থিতিতে কি টাকার এতোই সংকট ? গ্যাস রপ্তানীর মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে বছরে এক হাজার কোটি টাকা !! ওরে বাপ ,বিশাল অংক তাইনা ? মোটেও না ।একটা দেশের জন্য এক হাজার কোটি টাকা তেমন একটা কিছুনা । যে দেশটা বছরে বিভিন্ন খাতেই অপচয় করে তার ৫ গুন বেশী সেই দেশটার কাছে এক হাজার কোটি টাকা টাকা তো খুবই নগন্য !
জাফর ইকবালের ভাষায় কিছু টপিকস তুলে ধরতে চাই :
১.বাংলাদেশে প্রতিবছর গ্যাস ও বিদ্যুত্ খাতে যে পরিমান চুরি হয় তা টাকায় প্রকাশ করলে হয় এক হাজার একশ কোটি টাকা !!! কথা হলো এই খাতটার দিতে একটু নজর দিলেই তো বছরে এক হাজার কোটি টাকা পাওয়ার পরও বরং একশ... কোটি টাকা হাতে থেকে যায় ! ওনাদের কি বুদ্ধীজীবীর সংকট নাকি ?
২.অনুত্পাদনশীল খাত এবং আরকেটি খাত যথাসম্ভব নিরাপত্তা খাতটার কথা বলা হয়েছিলো ।ওইখাতে ব্যায় করা হয় ১৫হাজার কোটি টাকা ।অনুত্পাদনশীল খাত হতে কিছু টাকা সেভ করলেই কয়েক হাজার কোটি টাকা হাতে চলে আসে ।
আরেকটা দিক দেখুন ,যে দেশে প্রতিবছর দূর্নীতি ,অপচয় এবং আদারস ক্ষেত্রে এতো এতো বিপুল টাকা হারিয়ে যাচ্ছে এবং উপরের অপ্রয়োজনীয় টপিকসগুলোতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে সেই দেশে বছরে এক হাজার কোটি টাকা কি এমন করবে ??
জবাব: ক্ষমতালিপ্সুরা লুটেপুটে খাবে ,ক্ষমতালিপ্সুদেরকে কিছু না বলার জন্য বিপরীত দলকে দেওয়া হবে কমিশন !গ্যাস এর অভাবে ভয়াবহ পরিস্থিতি শুরু হতে হতে ওরা পরলোকে চলে যাবে ।ভেজাল শেষ ।নাতি পুতিরা তো ততদিনে আমেরিকার নাগরিক ।বাংলাদেশ কে তাদের দেশ হিসেবে পরিচয় দিতেই নাক সিটকাবে । আমরা তো টোকাই ।প্রতিবাদ না করার জন্য তখন হবো দুভিক্ষময় একটা দেশের গিনিপিগ ,নাইজেরিয়ার মত অসহায় ।নিজের সম্পদ বিক্রি করে অন্যের সম্পদের দিকে চেয়ে থাকবো ভিক্ষুকের মতো ।
আমরা আমাদের অধিকার নিয়ে কতটুকু জানি ?দেশের সংবিধানুসারে তেল গ্যাসের উপর জনগন সকলেরই সমান অধিকায় রয়েছে ।একজন প্রধানমন্ত্রীর যেমন অধিকার রয়েছে তেমনি একজন টোকাইরো সমান অধিকার আছে । তাহলে টোকাইর এর অনুমতি ছাড়া অর্থাত্ আপনার আমার অনুমতি ছাড়া আমা...দের সম্পদ বিক্রি করা কি বেআইনি নয় ?অন্যায় নয় ? নির্বাচনী ইশতেহারে গ্যাস বিক্রির কথা ছিলোনা ,এখনো আমাদের মতামত নেওয়া হয়নি ।সংবিধানেও নেই জনগনের হুমকিস্বরুপ কোন অবৈধ কাজ করা ।
এখন কথা হলো ,আমরা কেনো আমাদের মায়ের মত দেশটার সম্পদ বিক্রি করে দেবো ? ১.আজকে আমাদের প্রযুক্তির অভাব তাই অন্যের কাছে বিক্রি করবো ?কিন্তু কালকে তো আমরা টেকনোলজীতে অনেক এগিয়ে যাবো !তখন তো আমরা উত্তোলন করতে পারবো ! ২.আজকে হয়তো আমরা চুপ করে আছি ।কিন্তু আমাদের পরবর্তী প্রজম্ম তো আমাদের কে অপরাধীর দৃষ্টিতে দেখবে ।আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে তোমাদের পূর্ববর্তী প্রজম্ম যে মা কে স্বাধীন করেছে তোমরা সেই মায়ের সম্মান শাড়ি টেনে টেনে বিক্রি করেছো ।আমাদের জন্য কি রেখেছো ? শেষে একটা কথাই বলতে চাই ।ঘরে বসে থাকলে চলবে না ।সচেতনতা বাড়াতে হবে ।রাস্তায় নামতে হবে ।স্বার্থবাদীদের টনক নাড়াতে হবে । আমার ভাগের গ্যাস আমি মরে গেলেও বিক্রি করবোনা ,আমি টোকাই হতে রাজি ,আমার মাকে টোকাই ডাকতে দিবোনা ।আপনিও প্রতিজ্ঞাবদ্ধ হউন । আমার মৃত্যু যেনো হয় রাজপথে বিদ্রোহ করার কালে । দেখা হবে অন্যায়ের প্রতিবাদে রাস্তার পাশে ক্ষুব্ধ দেহে !!
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন