এর্নেস্তো চে গুয়েভারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এক নজরে:
ডাক নাম : এর্নেস্তা চে রাফায়েল গুয়েভারা দে লা সেরনা
পুরো নাম : এর্নেস্তো চে গুয়েভারা
জন্ম তারিখ : জুন ১৪, ১৯২৮
জন্মস্থান : রোসারিও, আর্জেন্টিনা
মৃত্যু তারিখ : অক্টোবর ৯, ১৯৬৭ (বয়স ৩৯)
মৃত্যুস্থান : লা হিগুয়েরা, বলিভিয়া
প্রধান সংগঠন : ছাবি্বশে জুলাই আন্দোলন, ইউনাইটেড পার্টি অফ দ্য কিউবান সোশ্যালিস্ট রেভোলিউশন
ন্যাশানাল লিবারেশন আর্মি (বলিভিয়া)
ধর্ম : কোনোটিও না।
কীর্তিমানের মৃত্যু নেই। কথাটা পুরো সত্য বিপ্লবী চে গুয়েভারার ক্ষেত্রে। কারণ তিনি যে সত্যি কীর্তিমান। বৈষম্যহীন সমাজ গঠনে যে কীর্তি তিনি রেখে গেছেন, তা বেঁচে থাকবে তত দিন, যত দিন বাঁচবে পৃথিবী।
আর বৈষম্য, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতেন বলেই তার শত্রুরও অভাব ছিল না। সেই শত্রু কি আর ছোটখাটো শত্রু? তার শত্রু ছিল খোদ যুক্তরাষ্ট্র। অন্য সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদেরা তো ছিলই। মানুষের অপ্রাপ্তি আর বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতেন বলে শত্রুরা খুঁজে বেড়াত তাকে। শেষ পর্যন্ত অবশ্য শত্রুরা সফলও হয়েছিল। বলিভিয়ার সেনাবাহিনীর এক মদ্যপ সৈনিক ১৯৬৭ সালের ৯ অক্টোবর পরপর নয়টি গুলি করে হত্যা করে 'সন্ত্রাসী' গুয়েভারাকে।
চে পৃথিবী ছেড়েছেন ঠিক, কিন্তু পৃথিবী কি তাকে ছেড়েছে? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথায় নেই এই বিপ্লবী! লাতিন আমেরিকায় তো বটেই, আছেন এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকায়। যে বলিভিয়ার সৈনিকদের হাতে প্রাণ হারান চে, সেই বলিভিয়া থেকে শুরু করে কানাডা, ফিলিস্তিন, নেপাল হয়ে বাংলাদেশ, সব অঞ্চলের মানুষের মনেই জায়গা করে নিয়েছেন এই গেরিলা নেতা। কিউবা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনার কোটি কোটি মানুষের কথা আর না-ই বা বললাম। শুধু এটুকু বলি, তাদের হৃদয় থেকে নিয়ে ক্লাব, ক্যাফে, গাড়ি, টিশার্ট এমনকি ক্যাপেও শোভা পায় এই বিপ্লবীর ছবি। তার শৈল্পিক মুখচিত্রটি যেন বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।
আচ্ছা, তার কীর্তি কেমন ছিল? আর ব্যক্তি চে-ই বা কেমন ছিলেন? শুনুন তাহলে। যখন যে দেশ চরম বৈষম্যে ডুবে গেছে, সেখানেই শোষণমুক্ত করতে চলে গেছেন এই মহাবিপ্লবী।
পুরো নাম এর্নেস্তা চে রাফায়েল গুয়েভারা দে লা সেরনা। তবে চে নামেই সমধিক পরিচিত। অসমসাহসী এই বিপ্লবীর জন্ম ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে। পাঁচ ভাইবোনের মধ্যে চে ছিলেন বড়। তবে তার জীবনটা ছিল বেশ বিচিত্র। খেলাধুলায় সব সময়ই ছিলেন প্রথম। শৈশবে সপ্তাহে একটিমাত্র পোশাক পরতেন। কৈশোর থেকেই কবিতার প্রতি আসক্তি ছিল তার। ১৯৪৮ সালে ডাক্তারিতে পড়ার ইচ্ছা জাগে। ভর্তি হন মেডিক্যাল কলেজে। ঠিক ওই সময় বন্ধুকে নিয়ে তার মোটরসাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণ ছিল এক বিস্ময়। কিন্তু শৈশবের সেই হাঁপানি সেরে ওঠেনি মৃত্যুর আগ পর্যন্ত
ডাক্তারি পড়তে গিয়ে চে একসময় চষে বেড়ান সমগ্র লাতিন আমেরিকা। ১৯৫৩ সালের ৭ জুলাই ঘুরতে বের হন বলিভিয়া, পেরু, ইকুয়েডর, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদরের উদ্দেশে। ১৯৫৪ সালের শুরুতে মেক্সিকো পেঁৗছান এবং একটি হাসপাতালে চিকিৎসক পদে চাকরি নেন। দীর্ঘ এই ভ্রমণে মানুষের প্রতি নিপীড়ন রেখাপাত করে তার হৃদয়ে। বিষয়টি তাকে এতটাই নাড়া দেয় যে মনে মনে পণ করে ফেলেন, বিপ্লব ছাড়া এসব বঞ্চিতের মুক্তি সম্ভব নয়। সেই থেকে শুরু। যোগ দেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জাকোবো আরবেনজ গুজমানের সঙ্গে সামাজিক সংস্কার আন্দোলনে। ১৯৫৪ সালে পুঁজিবাদীদের ইশারায় গুজমান-এর ক্ষমতাচ্যুতি চে মেনে নিতে পারেননি। ফলে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ ধ্বংসের নতুন প্রতিজ্ঞায় হাত মেলান কিউবার ফিদেল কাস্ত্রো আর রাউলের সঙ্গে। তখন তিনি মেক্সিকো সিটিতে।
মার্কিন মদদপুষ্ট কিউবান একনায়ক ফুলজেনসিও বাতিস্তাকে উৎখাত করতে ১৯৫৬ সালের ২৫ নভেম্বর ফিদেল-রাউলসহ যাত্রা করেন কিউবায়। দুই বছর গেরিলা যুদ্ধের পর সফল হন। উৎখাত করেন বাতিস্তা সরকারকে।
কিউবায় সরকার গঠন করেন ফিদেল কাস্ত্রো। ১৯৬১ সালে কিউবার শিল্পবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। দায়িত্ব পান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের। একই সময়ে দেশের সামরিক বাহিনীর পরিচালক (পরামর্শক)। এ সময় তিনি সংস্কারের মাধ্যমে পাল্টে দেন কিউবার চেহারা।
কিন্তু এত সব লোভনীয় পদও আটকে রাখতে পারেনি চে-কে। কারণ বিপ্লব যে তার মন থেকে দূর হয় না। তাই কিউবা সরকারের প্রতি হাতজোড় অনুরোধ করে বলেন, 'তোমরা আমাকে যেতে দাও। আমার কানে বাজছে নিপীড়িতের কান্না, শুনতে পাচ্ছি বঞ্চিতের আর্তনাদ। তোমরা আমাকে ফিরিয়ো না। আমাকে যেতে দাও ওদের উদ্ধারে। যেতে দাও।' এভাবেই সব ছেড়ে বৃহত্তর বিপ্লবে অংশ নিতে ১৯৬৫ সালে কিউবা ত্যাগ করেন চে।
১৯৬৫ সালের ২৪ এপ্রিল তিনি মাত্র ১২ জন সহচর নিয়ে কঙ্গোয় পেঁৗছান এবং গৃহযুদ্ধে অংশ নেন। কিন্তু বিপ্লবচেষ্টা ব্যর্থ। এরপর অংশ নেন বলিভিয়ার বিপ্লবে। ১৯৬৬ সালের শেষ দিকে চে বলিভিয়ায় গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বলিভিয়ার সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শোষণমুক্তির আন্দোলনের অবিস্মরণীয় এই নেতা ওই বছরের ৭ অক্টোবর গ্রেফতার হন। দু'দিন পর গুলি করে হত্যা করা হয় 'স্বদেশ, নয় বিপ্লব' ধারার প্রবর্তক এই গেরিলা যোদ্ধাকে।
চে চলে গেলেও যে বৈপ্লবিক চেতনা মানুষের মনে গেঁথে রেখে গেছেন, তা শোষিত আর বঞ্চিতের হাতিয়ার। শোষণে-বঞ্চনায়-নিপীড়নে তাই বারবার ভেসে ওঠে সেই চিরচেনা মুখ।
১১টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী
ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন