কাঁচের দরজার ওপাশে আয়নার মতো চকচকে টাইলসের ফ্লোর। তা দেখেই বোধহয় ভীত হয়ে মেয়েটি পাঁয়ের সস্তা স্যান্ডেল জোড়া খুলেই ভিতরে প্রবেশ করা উচিত মনে করল। সর্ন্তপনে স্যান্ডেল দু'খানা বাহিরে রেখে নগ্ন পায়ে কাঁচের দরজা ঠেলে ভিতের প্রবেশ করে বস্ত্র বালিকাটি। সিকিউরিটি গার্ডের কর্কশ জিজ্ঞাসা, কি চাই ? সাথে আড়চোখে দেখে নিল মেয়েটি নগ্ন পায়ে। কিন্তু কিছুই বলল না। যেন ওর নগ্ন পায়েই ভিতরে প্রবেশ করা উচিত ছিল এবং মেয়েটি ঠিক কাজটিই করেছে।
মেয়েটি ক্ষীন কন্ঠে বলল- একটা একাউন্ট করতে চাই। গার্ড এবার সামনে টেবিলে বসা স্যারকে দেখিয়ে, তার কাছে যেত বলল। মেয়েটি নগ্ন পায়ে এগিয়ে যায় সেই স্যারের টেবিলের দিকে।
সেই স্যার অপেক্ষাকৃত একটু কম ককর্শ কন্ঠে জিজ্ঞাসা করে, কি চাই ? মেয়েটি আবারও ক্ষীন কন্ঠে বলে, স্যার, একটা একাউন্ট খুলতে চাই। স্যার এবার কিছুটা বিস্ময় এবং তাসিল্য নিয়ে মেয়েটির দিকে তাকায়। তার চোখ দেখে মনে হলো, সে যেন মনে মনে ভাবছে গান্টের্মস কর্মীরাও একাউন্ট খোলা জন্য আসছে। তারপর খুব ব্যাস্ত ভংগীতে দ্রুত বলল - একাউন্ট খোলতে তোমার দুই কপি দুই ছবি, ন্যাশনাল আইডি, নমিনির এক কপি ছবি এবং এ ব্যাংকে একাউন্ট আছে এমন পরিচিত কাউকে লাগবে।
মেয়েটি বলল- স্যার নমিনি কি ? আর আমারতো এ ব্যাংকে একাউন্ট আছে এমন কেউ আমার পরিচিত নাই।
ব্যাংক কর্মকর্তাটি এবার বিরক্তির স্বরে বলে -তা হলে তো একাউন্ট খুলতে পারবে না।
মেয়েটি আবার ভীত কন্ঠে বলে - স্যার একটা একাউন্টা আমার জন্য খুবই দরকার। একটা ব্যবস্থা কইরা দেন না, স্যার।
এবার স্যারের মন কিছুটা নরম হয়। একটা একাউন্ট ওপেনিং ফরম মেয়েটির দিয়ে এগিয়ে দিয়ে বলে, ছবি আইডি কার্ড এনেছ ?
- মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ায়।
- নমিনী কাকে করবে ?
- নমিনী কি স্যার ?
- নমিনী হলো তুমি মারা গেলে বা তোমার কোন দূঘর্টনা ঘটলে যে তোমার টাকা উঠাতে পারবে।
- মেয়েটি নিজেকেই যেন প্রশ্ন করে, নমিনী কাকে করুম ? তারপর বলে স্যার আমার নমিনী আপনেই হন না, স্যার ?
- সেটা সম্ভব না। তোমার আত্মীয় কাউকে নমিনী করতে হবে। তার ছবি নিয়ে আসতে হবে। ফরম এর দুই জাগায় তোমার সাক্ষর লাগবে। আর এখানে একাউন্ট আছে এমন কাউকে অনুরোধ করে দেখ, সাক্ষর দেয় কিনা।
বস্ত্র বালিকা ব্যাংক একাউন্ট ওপেনিং ফরমটি হাতে, একরাশ হতাশা নিয়ে নগ্ন পায়ে ব্যাংক থেকে বের হয়ে আসে।
আমরা অনেকেই হয়তো জানিনা। এইসব বস্ত্র বালিকারা তাদের দূর্বল হাত দিয়ে আমাদের দেশের দূর্বল অর্থনীতিকে শক্ত ভাবে ধরে রেখেছে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৫