তারকার ঘূর্ণনের ছবি তোলা সম্ভব। ইংরেজিতে বলা হয় স্টার ট্রেইলস (বহুবচন)। স্টার ট্রেইলের ছবি তোলা ফটোগ্রাফির একটি বিশিষ্ট ধারা। তারায় ভরা রাতের আকাশ দেখতে কার না ভালো লাগে। আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হবে তারাগুলো স্থির। কিন্তু পৃথিবীর তুলনায় তারাগুলো কিন্তু স্থির নয়। যেহেতু পৃথিবী ঘুরেই চলেছে সেহেতু তারাগুলোও ঘুরছে বলে মনে হওয়ার কথা। কিন্তু আমরা তা খালি চোখে
দেখতে পাই না। কিন্তু অনেক-অনেক স্লো শাটার স্পিডে যদি তারায় ভরা আকাশের ছবি তোলা যায়, তাহলে দেখা যাবে পৃথিবী ঘুরার কারণে তারাগুলো মোশন ব্লার হয়েছে। ফলে অনেকগুলো তারার ঘূর্ণন ছবিতে ফুটে উঠবে- এটাই স্বাভাবিক। কিভাবে তুলবেন? রাতে এসএলআর ক্যামেরা, ট্রাইপড এবং শাটার রিলিজ কেবলসহ ছাদে চলে যান। আকাশে তারা থাকা জরুরি। নয়েজ যাতে কম আসে সে জন্য আইএসও রাখুন ২শ থেকে ৮শর মধ্যে (আলোক অবস্থা বুঝে)। অ্যাপারচার ৮ পর্যন্ত রাখতে পারবেন (আলোর পরিমাণের ওপর নির্ভর করে)। ক্যামেরা আকাশের দিকে তাক করে সেট করুন। ক্যামেরাকে বাল্ব মোডে সেট রাখুন এবং শাটার রিলিজ ক্যাবল সংযুক্ত করুন। ফোকাস করবেন অনেক দূরের কিছুতে (কোনো একটি তারাও হতে পারে)। অটো-ফোকাস করে (শাটার রিলিজ বোতাম হাফ-প্রেস করে ধরে রেখে) ম্যানুয়াল ফোকাসে সেট করে নিন। মানে ফোকাস লক হয়ে গেলো। এবার ক্লিক করুন। কমপক্ষে ২ ঘণ্টা এক্সপোজ হতে দিন। পেয়ে যাবেন একটি অভূতপূর্ব কিন্তু অসাধারণ ও বিস্ময়কর ছবি। যেহেতু অনেকক্ষণ উন্মুক্ত স্থানে ক্যামেরাটি থাকবে সেহেতু ঠাণ্ডা থেকে বাঁচাতে ক্যামেরাটিকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। বিকল্প পদ্ধতি হিসেবে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে স্ন্যাপ নিতে পারেন। তারপর সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলোকে স্ট্যাকিং (একটির ওপর আরেকটি বসানো) করে একটি ইমেজ বানাতে পারেন। এও বলে রাখা ভালো- এধরনের ছবি তুলতে গিয়ে ক্যামেরা ক্ষতিগ্রস্থ হতে পারে। ক্যামেরা ও ব্যাটারি গরম হয়ে যায়।
[লেখক :::: সুদীপ্ত সালাম]