যে অশ্রু ঝড়ে গেছে, সে অশ্রু হয়ত আসবে না।
যে কষ্টে অশ্রু ঝড়েছে, তা বারেবারে ফিরে আসবে।
যে জীবন চলে গেছে, সে জীবন তেপান্তরের ওপারে বাঁধা।
যে ঘাসের শিশির মিয়িয়ে গেছে, ভোরেই আবার রাঙাবে।
যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে হয়ত অনুভব করবে না।
যে স্বাধীনতা চায়নি, সে হয়ত লজ্জায় বেশি মাতবে।
যে স্বাধীনতায় বিশ্বাস-ই করেনি, সে হয়ত উল্লাস করবে।
যে স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল, সে হয়ত স্মৃতিকাতর হবে।
স্বাধীনতা যার প্রাণ নিয়েছিল, সে শুয়ে থাকবে সবুজ গালিচার নীচে।
স্বাধীনতা যাকে বাঁচিয়ে দিয়েছিল, সে দুমুঠো অন্নের খোঁজে ঘুরবে দ্বারে দ্বারে।
স্বাধীনতা যাকে খলনায়ক বানিয়েছিল, সে হয়তো প্রধান অতিথি হবে।
স্বাধীনতা যার হাত থেকে মুক্তি পেয়েছিল সে হয়তো স্বাধীনতার দোহাই দিয়েই বেঁচে রবে।
স্বাধীনতা যার হাতে বিক্রি হয়ে গেছিল, তার মায়া কান্না আর শুনতে হবে না।
এটাই বোধয় স্বাধীনতা!
প্রিয় জন্মভুমি আমার!
সবুজাভ শ্যামলীমায় ঘেরা সহস্র বছরের উদ্যান
তোমাতে বেঁচে রই সকাল-সন্ধ্যা বেলা
প্রিয় স্বদেশ বাংলাদেশ।
ছবিঃ পিন্টারেস্ট