যে বিপ্লব ব'য়ে দিয়ে গেছো রক্তে,
যে আকাঙ্খা গেঁথে দিয়েছো মননে,
যে বীরত্বের অমর কবিতা বুনে দিয়েছো মগজে,
যে পূর্ণতার প্রতিচ্ছবি এঁকে দিয়েছিলে দর্শনে
অথচ আজ পূর্ণ দিবসে তুমি নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই
আবু সাঈদ তুমি নাই,
তাকাও স্বর্গের দুয়ার থেকে
দেখে কি বিপুল জনস্রোত ভেসে যাচ্ছে উচ্ছাসে
নেমে এসো আর একটি বার, নেমে এসো দখিনা দুয়ারে
আবু সাঈদ তুমি রবে মোর মননে
ভোরের প্রভাতে হয়ত দেখবো
তুমি হেঁটে চলেছো স্বাধীন বাংলার কাননে।