মানুষেরা খুব নির্বাক সমাবেশে জড়ো হয়,
নিথর কায়া থেকে রক্তগঙ্গায় ভাটা পড়ে,
তারপরে একে একে জড়ো হয়, আরো সে সব;
যারা একদিন কথা বলতো স্বপ্নের সাথে।
বেয়োনেট অবাক হয়,
লক্ষ্য ভেদের পরেও কিভাবে আরো লক্ষ্য তৈরি হয়?
এক, দুই, তিন....................
যারা চলে যায় নির্বাক সমাবেশে
রেখে যায় অগনন ধিকধিক স্পন্দন।