ফুল গুলো সব কোথায় গ্যালো,
বেলা যে পড়ে এল?
ফুল গুলো সব হারিয়ে গ্যালো,
দিঘির জলে সাঝেঁর আলো
শারদের জলে ফুলেরা মেতেছে জলসায়
বালিকারও ছিল ফুল সম কায়
বালিকা প্রভাতের ঝিলে পদ্ম তোলে
শিশির ঝলমল ছায়াবীথি তলে
ফুল সব ঝরে গ্যালো নিথর জলে
হারিয়েছে প্রদোষতারা সাঁঝের আঁচলে
স্বপ্ন উন্মাতাল, ঝরে গ্যাছে বনফুলদল
বালিকার চোখে এক সমুদ্র জল
তরুনীরা সব কোথায় গ্যালো?
মায়াবী চোখে লেগেছে ফাগুনের আলো
তরুনী বাসর সাজায় তৃনের লাবন্যে
প্রেম এসে পড়ে ফুলেল অরন্যে
তরুনেরা সব কোথায় গ্যালো?
স্বপ্নফুলে রাহুর গ্রাস, সংকটের মেঘকালো
ফুলের জন্য অস্ত্র ধরে শোণিতের উচ্ছাসে
যুদ্ধদামামা বাজে তরুনজীবনের কোলাহলে
সৈনিকেরা সব কোথায় গ্যালো?
বারুদ আর মেশিনগানে যুদ্ধের ফুল ফুটলো
বাজে সাইরেন, গর্জে উঠে মেশিনগান
রক্তের ফয়সালায় অজশ্র জীবনের অবসান
সমাধীগুল সব কোথায় গ্যালো?
ফুলগুলো সব ফিরে এলো
মূর্চ্ছায় বালিকা, রক্তাপ্লুত গোলাপ
ঝাপসা চোখে ফুলেল এপিটাফ
সাগর উছলে উঠে বালিকার কান্নায়
মৃতলাস শুয়ে থাকে অস্থিভষ্মের শয্যায়
নিন্দিত এ ধরনী নরক ভীষন
দীপালোক নিভিয়ে দেয় প্রবল পবন
ফুলগুলো সব চুপসে গ্যালে লাশঘরে উপচে পড়ে ফুলবালিকার হৃদয়ের রক্তক্ষরন । চিতার অস্ফুট আলোক চুরি করে নেয় ফুলের সমস্ত বিভা । বালিকার জোছনাপ্লাবিত জাফরানি সন্ধাগুলো মেঘান্ধকারে ছেয়ে যায় । অবুঝ হৃদয় মানেনা পৃথিবী উপহাস । বিষাদপ্রতিমা বলে ‘উঠ, কত ঘুমাবে আর’, অথচ জাগবেনা সে আরবার ।
====
Where Have all the Flowers Gone?-পিট স্যাগারের লিখা একটা যুদ্ধ বি্রোধী গান (১৯৬১) । তার ভাষ্য অনুসারে তিনি গানটার আইডিয়া পান রাশিয়ান নোভেলিষ্ট মিখাইল And Quiet Flows the Don উপন্যাস থেকে । ভি্যেতনাম যুদ্ধের সময় গানটা প্রচন্ড জনপ্রিয় হয় ।
মুল লিরিক
ডাউনলোড
ইউটিউব
গানের ইতিহাস ও তাৎপর্য
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১১