সেদিন হাঁটছিলো রনি আর তারিফ, রাত প্রায় ৯.৩০ হবে। বাসার কাছেই চলে আসাতে দুজনেরই হাঁটার গতি ছিল মন্থর। সভাবসুলভভাবে আরেকটু সময় গল্প করার ইচ্ছা। সামনেই ছিল একটা ছোট ব্রিজ। ব্রিজটা পার হবার ঠিক আগ মুহূর্তে কোথা থেকে দ্রুত গতিতে এক মোটরসাইকেল তাদের অতিক্রম করে গেলো।
তারিফ খেয়াল করলো শরীরে কিছু একটা পরেছে। নাহ... কাঁদা না।
সাদা টিশার্ট এর দিকে তাকিয়ে দেখে রক্তের রঙে লাল হয়ে গিয়েছে। ছোপ ছোপ লাল দাগ তার সদ্য কেনা ওয়েস্টেক এর শার্ট এ।
দুজনই তব্দা হয়ে দাঁড়িয়ে থাকলো কিছু সময় আর জর্দার কড়া গন্ধের সাথে তাদের ঘ্রিনা মিলে একাকার হয়ে গেলো।
দুজনেরই মাথা জ্যাম হয়ে গিয়েছিল মোটরসাইকেল আরোহীদের প্রতি ঘেন্নায়...
কেবল ২ টা প্রশ্ন তাদের মাথায় ঘুরতে লাগলো, বলতে পারেন মানুষ কেন পান খায়?
আর কেনই বা মানুষগুলো দিনে দিনে এমন বিবেকহীন হয়ে যাচ্ছে????