পিসি দিয়ে সামুতে একটানা বেশ কয়েকদিন না ঢুকলে অটোমেটিকলি লগআউট হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, বিপত্তি বাঁধে তখনি যখন আবার লগইন বাটনে ক্লিক করি। সঠিক ইউজারনেম আর পাসওয়ার্ড দেয়ার পরও ফাউল একটা মেসেজ আসে "আপনার দেয়া ইউজার নেম বা পাসওয়ার্ড ভুল ছিল!"
সামু কতৃপক্ষ এই সমস্যা সমাধান করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন তা আমার জানা নেই।
তা আজ থেকে সামুতে লগইন করতে আর ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না।
তাই ঝটপট দেখে নিন সমাধানঃ
আপডেটঃ
১। somewhereinblog.net/live এ বা হোম পেজে লগইন না করে কারো ব্লগে গিয়ে বা এখানে ক্লিক করে আইডি আর পাসওয়ার্ড লিখে লগইন অপশনে ক্লিক করুন। প্রথমবার ইউজারনেম বা পাস ভুল দেখালে ২য় বার চেষ্টা করুন। কাজ হবেই হবে
২। "যখন আপনি লগইন বাটনে ক্লিক করে দেখতে পাবেন সেই বিরক্তিকর মেসেজ ঠিক তারপর আবার লগইন বাটনে ক্লিক করেই "সকল পোস্ট" বা "নির্বাচিত পোস্ট" যেকোনো একটি অপশনের ট্যাব খুলুন।
কাজটি সহজে করার জন্য লগইন বাটনে ক্লিক করেই মাউসের পয়েন্টারটি "সকল পোস্ট" বা "নির্বাচিত পোস্ট" এ রেখে মাউসের স্ক্রল বাটনটি নিচের দিকে চাপ দিন। নতুন ট্যাব খুলবে। সাথে সাথে লগইন করার ট্যাবটি ক্লোজ করে দিন। নতুন ট্যাবে দেখবেন আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে!"
এই পদ্ধতিতে আমি লগইন করতে পারি।
আপনিও চেস্টা করে দেখুন। কাজ হবে ইনশাল্লাহ। আর লগইন করতে পারলে কমেন্টে জানান, বুঝতে সমস্যা হলেও জানান। আমার সাধ্যমত চেষ্টা করবো।
যদি সফল হন তাহলে এই পোস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩