এই নিয়ন আলোর রাতজাগা শহরে,
পলাতক ভালোবাসার পিছু হেঁটে হেঁটে,
একজন মানুষ প্রতিরাতে লাশ হয়ে ঘরে ফেরে,
বালিশের ভাঁজে কান্না লুকায় সবার অগোচরে।
এই রাস্তাগুলোই আমাকে একদিন রোদের দুপুরে,
ভালোবাসার গন্তব্যে পৌঁছে দিয়েছিলো।
মাঝরাস্তায় গোলাপের লাল গালিচায় দাঁড়িয়ে,
হাঁটুগেড়ে তোমাকে বলেছিলাম, ভালোবাসি।
আজ তোমার সামনে যে নগ্ন পুরুষ দাঁড়ায়,
সে মানুষ তোমাকে ভালোবাসার কথা বলে?
তোমার চুলের গন্ধে মাদকতা খোঁজে?
তাকে শুধু একবার প্রশ্ন করে দেখো,
সে প্রেমিক না পুরুষের দলে?