ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে গেলে দুঃস্বপ্ন নয়
সুন্দর গরম ভাতের স্বপ্ন আসে
জেগে থাকলেই বরং যত বিপত্তি
খোলা আকাশটা নিচে নামতে নামতে
একসময় পুরো আমাকে গ্রাস করে নেয়
অফিসের লিফটে কোন সুন্দরীর সাথে দ্বৈতভ্রমণ হলে,
তার দামি পারফিউমের গন্ধ চুরি করে নিতে নিতে ভাবি-
লিফট আকাশ পেরিয়ে যাক অনন্ত নক্ষত্রবীথির দিকে
আমাকে হতাশ করে দিয়ে সুন্দরী তার গন্তব্যে নেমে যায়
তুমি পাশে থাকলেই আঙ্গুলে আঙ্গুলে তোমার শরীরে
ভালোবাসার অনুবাদ করি, আমি তখন ভিঞ্চি আর
তুমি মোনালিসার মত করে ঠোঁটের কোনায় ধরে রাখো
আমার বেঁচে থাকার জন্য আর কোনো কিছু তার দরকার হারায়।