ডিভিডির দোকানে গিয়া দেখি কোন ভালো মুভিই নাই ,রাগ হইলো, বললাম, ''তাইলে কি নাম্বার ওয়ান শাকিব খান'' আছে''??ফিচলা হাসি দিয়া দোকানি কইলো, ঐটার ডিভিডি আসতে নাকি আরো দেরি আছে !!! শুনছিলাম ইনসেপশন নাকি বছরের বিশাল হিট ছবি,তার ডিভিডি-রিপ পাইতে নাকি মানুষের ৩ মাস বইসা থাকতে হইছে !! এখন তো দেখি শাকিব খান আরো বড় নায়ক, তার ডিভিডি পাইতে ৪ মাস লাগে !!! (হেহ , লিওনার্দোরে শাকিব ওর নিজের লগে নাচার পারমিশন দিবোনা,আর কোনখানকার শাহরুখ !! )
মেজাজ খারাপ কইরা বাসায় ফিরলাম, হাতে তুইলা নিলাম রিমোট, ধরলাম লোকাল চ্যানেল .........
দেখি বিশালবক্ষা একজন যুবতী আমার দিকে তেইড়া আসতাছে

নায়ক তখন জায়গা মতন পজিশান নিয়া দেখি জিন্সের প্যান্ট পইরা বুকডন মারতাছেন ! পড়বিতো তো পড় মালির ঘাড়ে, নায়িকা বিশাল ভুড়িসমেত ল্যান্ড করলেন বুকডনরত নায়কের পশ্চাৎদেশের উপর !! একটা শব্দ হইলো , '' স্পাইসিঈঈ'' !!! ক্যামেরাম্যান সাথে সাথে দেখি নায়িকার (এডিটেড .... ) উপর ক্যামেরা ধরছেন,ঐখানেই বড় কইরা লেখা আছে,''স্পাইসি'' !! নায়কও ঘাড় ঘুরাইলেন, হায় খোদা !!! বাংলার বেবাক সুশীলসমাজের নয়নের মনি শাকিব খান দেখি নায়ক!!শাকিব খান সাহেব নায়িকারে কোন মতে তুল্লেন ( ঘামে ভিজা মুখ দেইখা কনফিউজড হইলাম, ব্যায়াম কইরা ঘাম নাকি নায়িকা তুলতে গিয়া ?? )। নায়িকা কইলেন তেনাকে গুন্ডারা ধাওয়া দিছে,তাই এইখানে লুকাইছেন।শাকিব খান বললেন এইডা কোন ব্যাপার না,প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া এফডিসিতে চলতেই আছে ।নায়িকারে উনি মুক্ত কইরা দিয়া আসলেন,নায়িকা আবার বনে হাঁটা ধরলেন । বেশিদুর যাইতে পারলেন না, সামনে গিয়া দেখলেন তিনজন কার্ড খেলতাছে!! নায়িকা অত্যন্ত আহলাদের সাথে ফুরফুরা মনে জিজ্ঞেস করলেন,ঢাকা যাওয়ার রাস্তা কোনদিকে ? তারে দেইখা গহীন বনের ভিতর টুয়েন্টিনাইন খেলারত তিন গুন্ডা লুঙিতে কাছা মাইরা আবার ধাওয়া দিলেন ।!! নায়িকা আবার স্কার্ট তুইলা দৌড় !!

দৌড় দিয়া উনি আসলেন নায়কের ঘরে (ঘরের রাস্তা চিন্যা ফালাইছে এত্ত তারাতারি !!) । শাকিব খান তখন আবার গোসলে ব্যস্ত। নায়িকা চোখ-মুখ ঢাইকা বিনয়ের সাথে একটা সালামও দিলেন !! আবদার করলেন,তারে যেন নিরাপদে আবার বিলাই-পার কইরা দেওয়া হয়।শাকিব খান কৈলেন,তার আগে যেন তার পড়ার জন্য জিন্সের প্যান্ট আগায়া দেওয়া হয়!! নায়িকা জিন্সের প্যান্ট তুললেন,তুইলা প্যান্টের গন্ধে নাক-মুখ চাইপা জিজ্ঞেশ করলেন,এত্ত গন্ধ কেন প্যান্টে

...তা কোনমতে ঢাকাঢুকি কইরা খালারে বিদায় করলেন,তারপর আবার নায়িকারে বনের রাস্তায় উঠায়া দিতে গেলেন।উঠাইলেন বাসে (বনের ভিতর আবার বাসসার্ভিস !!!) ।কিছুদূর যাইতে না যাইতেই বাসচালক বলিলেন,পৌছায়া দেওনের আগে একটু নায়িকারে বাসায় বিশেষ দাওয়াত দিতে চান


হঠাৎ হাউ-কাউ শুরু হইয়া গেলো , বুঝলামনা কোথায় গন্ডগোল লাগছে!! বারান্দায় যামু,এমন সময় বুঝলাম এইটাও হল-প্রিন্ট ছবি !! তিন-তিনবার নায়িকা রেপসীন হইতে বাইচা গেছে বইলা দর্শকরা ধুমায়া গালাগালি শুরু করছে হলের ভিতর

এরই মাঝে নায়িকারে নায়ক ঘরে নিয়া আসছেন,চা কফির পাশাপাশি বাংলা-ছবির আদি অকৃত্তিম ও সবচে আকাঙ্খিত দৃশ্য ''গোসলের'' ব্যবস্থাও কইরা দিছেন,তারপর দেখি নায়িকার অন্তর্বাসও ধুইতে গেলেন( ১৮+,বাচ্চালোগ,দূরে খেলিতে যাও )!!!!!!
এই বিশালবক্ষাকে কৈ যেন দেখছি.......হুমমমম,এইডা তো আমাদের মৌসুমী আপার ছোড বইন ইরিনা ( যাক,স্বাস্থ্যেও বইনে-বইনে মিল আছে ) ইরিনা বাসায় পিকনিক শেষ কৈরা ফিরে নাই বইলা তার বাপ সিদ্দিক আলীর মনে ব্যাপক টেনশন। তার ভাই জব্বার আলীর পুতের নজর আবার নায়িকার দিকে( স্বাভাবিক ) । তো নায়িকার বাপ সিদ্দিকের মনে এতই টেনশন,যে উনি জোরে শব্দ শুনলে হার্টের ব্যথা শুরু হইয়া যায় !! আর চিকিৎসা হিসাবে তখন উনি হাপানী রোগের নেবুলাইজার টানা শুরু করেন :!!! নায়িকারে বাসায় পৌছায়া দিলেন নায়ক, আর স্বাভাবিকভাবেই গরীবি-বড়লোকি ডায়ালগবাজি শুরু হওয়াই নিয়ম( এইখানেও ব্যাতিক্রম হইলোনা )।
আবার নায়িকা কলেজে যাইতাছেন,আবার তারে গুন্ডারা আক্রমন করলো !! ( এই নায়িকাডারে কোনমতে মাফ করা যায় না?? আর কত??

ওরে খোদা,এইখানে দেখি অন্য কাহিনী,সবই নাকি সেট-আপ,শাকিব খান এইখানে অ্যাক্টিং করতাছেন,যেন নায়িকার ক্লোজ থাকা যায়!! আর তারপর নায়িকার বাপরে মাইরা সব সম্পত্তি নিয়া নিবো নায়িকার চাচা-চাচাতো ভাইয়েরা !!এইডাই তেনাদের প্ল্যান !! অন্যদিকে শাকিব খানের আলাদা প্ল্যান !! তিনি নায়িকার চাচা-চাচী-বাপ-চাচাতো ভাই সবগুলারে মারার প্ল্যান করছেন !!! কেন ?????? চিরায়ত বাংলা ছবি...... ছুড বেলায় নায়ক শাকিব খানের মা'রে রেপ করতে গিয়া বেদম প্রহারের শিকার হন নায়িকার চাচা, আর সেই ক্ষোভে নায়িকার বাপ শাকিবের বাপরে মাইরা গুষ্টি বিনাশ কইরা দেয়, আর শাকিবের মা হইয়া যান বোবা !! ( শাহরুখের লগে নাচবানা, আবার বাজিগর ফিলিমটার কাহিনী তো ঠিকই মাইরা দিছো

যাউগ্গা, নায়িকার আবার পছন্দ শাকিব খানরে না,রাজা নামের একটা পুলিশ অফিসার!! উনি আবার বেশ ঘর্মপ্রিয় মানুষ, নায়িকার সাথে দেখা করলে উনার আবার নায়িকার ঘাম না খাইলে চলেনা


শাকিবখান আছেন নিজের কামে,উনার প্রথম মিশন চাচাতো-ভাই নাম্বার এক-কে মারা । ঐ ব্যাডায় তখন বারের ভিতর ঢুইকা বইসা আছে,বারের মালিক সবাইকে জিজ্ঞেস করেন,''আজ আপনারা কার গান শুনবেন??'' !!! তার পর যা ঘটলো,তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ! রসিক দর্শককূল বললো-------- সালমা !!! সালমা'র গান ''বানিয়া বন্ধুরে'' বারের ভিতর শুরু হইলো,আর যাবতীয় নর্তকীরা উদ্দাম নৃত্যকলা প্রদর্শন শুরু করলো !! এখন ভিলেন দেখি নাচ-গান শেষে সঙ্গিনীর (

এইসময় আমি নিজেই লাফ দিয়া উঠলাম !! ভুতততততততততততত !

এইবার দুইনাম্বারের পালা ! ঐ ব্যাটা দেখি মরার জন্য রেডি হইয়া ছিলো !! শাকিব খান আসার প্রায় সাথে সাথে শুইয়া পড়লেন


নায়িকারে তার প্রেমিক ইন্সপেক্টর রাজামশাই কৈলেন,তার সন্দেহ শাকিবের উপর!! তাই নায়িকা যেনো শাকিবের সাথে '' ষোল কলা'' দেখায়া ইনফো যোগার করে !!! ( শিয়ালের কাছে মুর্গি বর্গা দেওয়ার মত ----এই বেকুব লোকের প্রেমে নায়িকা কেমনে পড়ছিলো!!) । নায়িকা কইলে,''উখে '' !! তারপর নায়িকা গেলেন শাকিব খানরে লইয়া বাগানবাড়িতে কয়েকদিন একান্তে কাটাইতে !!

নায়িকা শাকিবরে কৈলেন,নায়িকারে ভালো না বাসলে উনি ''খুদখুশী'' করবেন । শাকিব খান কইলেন,'' ডিজিএম,সিটিএন '' !! নায়িকা পুকুরে ঝাঁপ দিলেন আত্মহত্যার উদ্দেশ্যে । ...... কপাল খারাপ, হাটু পানির কারনেই হোক,অথবা বিশাল দেহের প্লবতার সুত্রের কারনেই হোক,উনি কোনভাবেই ডুবতাছিলেন না (আই মিন,যেই কারনে জাহাজ ডুবেনা) !! নায়কের মনেও ততক্ষনে প্রেম জন্মায়া গেছে , তাই তিনি নায়িকা উদ্ধারকরন প্রোগ্রামে শামিল হইলেন।বিশালবপু নায়িকাকে তুলতে গিয়াই হোক,অথবা সাতাঁর না জানার কারনেই হোক, নায়কও দেখি হাটুঁ সমান পানিতে ডুইবা মরার মত অচেতন হইলেন

এখন নায়িকা নায়কের প্রেমে হাবুডুবু খাইতাছেন,আর ইনস্পেক্টর রাজামশাইরে রিজেক্ট কইরা দিছেন !! তাতে অবশ্য রাজামশাইর কোন ভাবান্তর দেখা গেলোনা

এর মাঝেই নায়কের মনে প্রেমও আসছে,দুইএকটা খুচরা গানও হইছে,এখন আবার খুনের চিন্তা আসছে !! তাই আবার ভুতের মুখোশ লাগায়া চাচা-রে মারলেন। তারপর ধরলেন মেইন ভিলেন নায়িকার বাপরে ।
নায়িকার বাপ ছুরির পোচ খাইয়া অত্যন্ত আহলাদের সাথে জিজ্ঞেস করলেন , শাকিব খান কি তারে খুন করতে চায়??( না, ছুরি দিয়া তোমার দাড়ি শেভ করতে চায় ,ব্যাডা বেকুব






বি.দ্র. ছবির নাম '' হৃদয় আমার নাম'' , কন্টেন্ট চরমভাবে ১৮+, দেখার পূর্বে ---বাচ্চালোগ,দূরে হঠো !! নায়ক প্রতিটা ডায়ালগের পরই একটা এক্সট্রা ডায়ালগ মারে , '' রাইস টু ফ্রাইস '' !! আমি এর মাথামুন্ডু কিছু বুঝিনাই , তবে শাকিব অনেক ইস্মার্ট হইছে ...... কথায় কথায় দুইএকটা ইংলিশ মারে, এই যেমন,'' ওহ নো '', '' শিটটটটটটট '' ,''ড্যাম ইট'',এই শাট আপ '' ''মাই গড'' !!!!! বিবিসি জানালা বহুৎ কামের জিনিস !! শাকিবভক্ত মাইনাস দিলেও কিচ্ছু মনে করুম না, গনতান্ত্রিক অধিকার

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৪