কাম কাজ ছিলনা তেমন ..। তাই বৈসা বৈসা রিমোট ঘুরাইতাছিলাম .......

হিন্দি সিরিয়ালের বিশালবক্ষা সুন্দরী আর তাদের ''সাঁস বহু'' দেইখা দেইখা মুখে ছাতা পইরা গেছে , তাই আইজকা যখন এ টি এন বাংলা তে '' রিস্কা ওয়ালার প্রেম '' দেখানো শুরু করলো , তখন নিজেরে আর সামলাইতে পারলাম না . মোটামুটি মন্ত্রমুগ্ধের মত সুন্দরী যুবতী নায়িকা আর মান্না ভাইয়ের একশন - সাসপেন্স - মেলোডি ড্রামা - সামাজিক একশন - ভুজুং ভাজুং দেখা শুরু করলাম !!

মান্না ভাই এজ ইউসুয়াল রিস্কা ওয়ালা ( মোটামুটি সব ফিলিমেই তারে রিস্কা চালাইতে দেহি ) !! তার বাবা আলমগীর .... ২৬ বছর আগে রিক্সা পট্টি তে আইছে রিস্কা চালাইতে ( বাংলা ফিলিম আর জীবনেও ২০ বছর , ২৫ বছর আগে .....এই কথা গুলা থিকা বাইর হইতে পারলনা !! ) ... আলমগীর সব রিস্কাওয়ালা হইলেও খুবই সজ্জন মানুষ , পুলারে তিনি রিস্কা ওয়ালা বানাইছেন , মানুষের মত মানুষ করছেন .... ইত্যাদি ইত্যাদি !!

ঐদিকে নায়িকা হৈল গিয়া চৌধুরীর নাতনি ( হালা এই আরেকটা কাহিনী ... সব খানেই দেহি চৌধুরী .... আকাম কুকাম গুলা কি খালি চৌধুরীরাই করে ?? ) ।উনি বেশ যৌবনবতী ...


এইখানে আরেকটা মজার একটা ঘটনা দেখলাম . নায়িকা প্লেন থিকা নামছে , তা ঠিক আছে , কিন্তু উনি নামছেন একটা কার্গো প্লেন থিকা !!! ( যা কৈছিলাম , ওই রকম স্বাস্থ্যবতী নায়িকার জন্য কার্গো প্লেনই লাগে

চৌধুরীর নাতনি আসছেন আর নায়ক হৈল রিশকাওয়ালা .. দোঁহের মিলন ঘটিবে কেমনে ?? হে হে হে হে , নায়িকা প্লেন হইতে নাইমা জানলেন বাংলাদেশে ৭২ ঘন্টা হরতাল ( কি বাস্তব ঘটনা ...... সময়োপযোগী কাহিনীমালা , বেশ বেশ !! ) ...... চরম ধনী চৌধুরানী রিক্সাওয়ালা মান্না ভাইকে পাঠাইলেন . মান্না ভাই আসার পর নায়িকা জিগ্গেস করিলেন , কতক্ষণ লাগবে ?? মান্না ভাই বললেন , ঘন্টা খানেক !!! নায়িকা আবদার করলেন তারে যেন গান শুনাইয়া শুনাইয়া নিয়া যাও হয় !! ( কাপড় চোপর হৈল মারাত্মক ভাবে এডাল্ট ,আর আবদার হৈল খুকির মত .....বাঙাল সিনেমার নায়িকাই তো !! )



মাজ্ঝ্খান দিয়া কারেন্ট গেছিল , তাই কিছু মিস হইছিল



যাউগ্গা ! মুল নায়ক নায়িকার দেখা হৈছে ....একটা গানও হৈছে ....কিন্ত সাইড নায়িকার সথে তার নায়কের দেখা কেমনে হৈব ??? আপনাগো মনে আছে ....তারেক আর কোকো যে বাগানে ক্রিকেট খেলার কথা ???


আইসা বাড়ি খাইলো , এমন বাড়ি !!!! কি আর কমু , বাড়ি দেইখা ৫ মাত্রার একটা ভুমিকম্প হৈয়া গেলো ঘরে আমার !!

কাহিনি বড় হৈয়া যাইতাছে !!! মান্না সাবের ভাব দেইখা নায়িকা তারে শায়েস্তা করার চিন্তা করলেন । দাদি চৌধুরানী কৈলেন হ ! রিশকাওয়ালার এত ভাব !! ওর রিশকা সব ফালায়া দে ...আর ভাব কমা !!
যেই কথা সেই কাজ ! ভিলেন ওমর সানি বৈসা ছিল এই আশা তেই ( কারন , দীর্ঘ অভিজ্ঞতায় ওমর সানি দেখছেন , এই ফকির নায়ক গুলাই চৌধুরি বাড়ীর মালিক হয় , তাই এইবার মান্নারে ছেইচা মাইর দিয়া দিতে হবে !! ) । মাইর দিতে গিয়া মিস-শট !! ছুরি লাগলো বাবা আলমগীরের পেটে ( ইয়ে তো হোনা হি থা



এহন অ্যাজ ইউজুয়াল , বাবার চিকিৎসার জন্য টেকা লাগবো ৩০০০০ !! জোগার কৈরা যাইতে যাইতে আবার মাইর খািলো মান্না ...আর টাকাগুলা ছিনতাই !! বাধ্য পুলার মত মান্না বিশালবক্ষা নায়িকার কাছে গিয়া গোলামি করতে রাজি হৈলেন !!!
........আর গোলামি ??? সে এক বিশাল করুন গোলামীর ইতিহাস !! নখরাবাজ নায়িকা আবার রিক্সায় উঠবেন , তার উঠতে হলে মান্নাকে ডগি স্টাইলে বসতে হয় .. ( কামডা দেহেন !! ) , পাছায় যেনো রডের খোঁচা লাগে , তাই নায়িকা রিক্সার সীট ফালাইয়া দেয় ( বাহ .... ) ..... আর কত অত্যাচারের কতা কইতাম , দুস্কে আমার কিবোর্ড ফাইট্টা যাইতাছে !!!
এত কস্টের পর নায়কের আগে নায়কের বাপ বুইঝা ফালাইলো যে ''নায়িকার ইশক হো গায়া নায়ক কা সাথ !!!!'' ( দীর্ঘদিনের বাংলা সিনেমার অভিজ্ঞতায় উনি নায়কের আগেই বুঝতে পারছিলেন !! ) ..... নায়করে বল্লেন, ''যা বাবা,ওরে বৌ কৈরা নিয়া আয় !! '' ( মামাবাড়ির আবদার ! )


নায়ক পিতার আদেশ রক্ষার্থে বৌ বানাইতে গেলেন ........
তারপর RAB এর মত কাহিনি .......আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসিরা নায়ক নায়িকার উপর হামলা চালায় ....তাই নায়ক আত্নরক্ষার্থে পাল্টা কিল-ঘুঁষি চালালে ঘটনাস্থলে শ'দুয়েক মাস্তান নিহত হয় !!সাথে নায়ক সাব হালকা আহত হৈয়া প্যাভিলিয়ন হাসপাতালে গমন করেন !!

নায়িকা ধৃত হন .... তাকে উল্টা ওমর সানী বৌ বানাইতে কাবিলনামায় সাক্ষর আদায়ের চেষ্টা চালায়....আর বুইড়া চৌধুরানি পালাইয়া হাসপাতালে সাহায্য প্রার্থনা করেন !! এইবার দেহি আসল কাহিনী....আলমগীর নাকি চৌধুরীর পুত !! তাজ্য হৈছিল!! ( হালায় ...কখন কোন দিক দিয়া ত্যাজ্য হৈলো ......টেরই পাইলাম না

তারমানে নায়ক নায়িকা ভাইবোন !! ( কাজিন ...এই আর কি ! যাক , বাংলা সিনেমা একটু আগাইছে


আর কত কমু ..... বমি আইতাছে ..... তারপর শুরু হইল বিশাল পশ্চাৎদেশ কাপাইয়া নায়ক নায়িকার লাফালাফি ( এিটারে নাকি নেত্য বলে ) ....আর সহ্য করতে পারলাম না ...... বন্ধ কইরা দিলাম টিভি !! আর শুরু করলাম ব্লগ লেখা !!


বি.দ্র. বাংলা সিনেমা লৈয়া ১০০ % খাঁটি রিভিউ ....রম্য মনে হৈলেও ইহাই সত্য । বাংলা নর্তনকুর্দন প্রেমিরা মাইনাস দিতে পারেন , প্লাস ও দিতে পারেন । ১৮+ রিভিউ হৈতেও পারে , ক্ষমাপ্রার্থনা করা যাইবোনা , হেরা এমুন ফিলিম বানাইতে পারলে আমি রিভিউ লেখলেই দোষ ????
