এক টুকরো শহর থেমে আছে
আকাশের নিচে পাখা মেলা মানুষের ভীড়ে।
দিশেহারা সাইকেলের চাকা পিচঢালা পথ মাড়িয়ে যায় স্বপ্নের খোঁজে।
আর শহর দাঁড়িয়ে থাকে- শান্ত, স্তব্ধ শহর।
নীল হ্রদে পাইন গাছেরা ভেসে থাকে,
ভেসে থাকে চাঁদ-তারা; রাতের আকাশ ছেড়ে।
লন্ঠন হাতে নাবিক তাকিয়ে থাকে সময়ের দিকে;
ডাঙ্গা থেকে অনেক দূরে।
বয়স্ক বাড়ির ভাঙ্গা দেয়ালে বসে ডাকে এক লক্ষ্মীপেঁচা।
আর ছেঁড়া ঘুড়িটা ওক গাছের ‘পরে কাঁপছে!
১৬ শ্রাবণ, ১৪২২
৩১-০৭-২০১৫
রাত ০৩:৫০, ঢাকা
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০১