এমন মধ্যরাতের শেষে
যদি তুমি সমুদ্রের কাছে থাকো,
দূরে মেঘ আর কল্পনায় ঘেরা জ্যোৎস্না ফেলে
যদি তোমার ভাবনাগুলো
দূর কোনও পথে হারিয়ে যায়,
অতীতের কোনও শহর থেকে
দুঃখ বয়ে নিয়ে আসা কোনও এক চিঠির ভাঁজে
লুকিয়ে থাকা শুকনো ফুলে
যদি তুমি অভিমান খুঁজে পাও,
ছায়াপথ ছেড়ে অনেক সময় পেরিয়ে
যদি তুমি
নাবিক হয়ে ফিরে আসো- আবার এই পৃথিবীর পরে।
শুন্যের সাথে অন্তহীন যদি মিলে যায়।
শিকারীর কৌতূহলের কুটিল জাল ছিঁড়ে
-যে শিকার মুক্তি পেয়েছে,
তাকে খুঁজে পাবে এমন মধ্যরাতের শেষে।