শেষটা শুরুতে আনার কোনও প্রয়োজন ছিলো না,
ছায়াপথের ভুল ঠিকানায় অমাবস্যা শেষে
একা চাঁদের পাশে যে আকাশটা ভাসে,
সেই আকাশের নিচে হাঁটার কথা ছিলো না।
এই পথে কারও পায়ের চিহ্ন নেই।
তোমার সাথে দেখা হবার কোনও প্রয়োজন ছিলো না,
যাযাবর পথের পাশে বুনো ঘাস-ফুল থেকে
ঝরে যাওয়া যে জীবন বাতাসে ভাসে,
সেই জীবন নিঃশ্বাস ভরে নেবার কথা ছিলো না।
ওই শহরে কোনও ভালোবাসা নেই।
আবার সব ফিরে পাবার কোনও প্রয়োজন ছিলো না,
ঢেউ আছড়ে পড়া সৈকত ছেড়ে
ফেরার সময় কুড়িয়ে পাওয়া মুক্তো
হারিয়ে ফেলার কোনও অর্থ ছিলো না!
এই সৈকতে নৌকো নেই।