গানের শুরুতে যুক্তি ছিলো না
-শুধু শরতের সকালের একটু রোদ।
সবকিছু যদি জড়ানো যেতো সমীকরণ মেনে!
ছায়ার মতোন অসম্ভবগুলোর ভীড়ে
কল্পনা দাঁড়িয়ে ছিলো
-আদর্শের দেয়ালের ওপাশে।
এপাশটা স্যাঁতস্যাঁতে একঘেয়ে।
তারপর-
পুরোনো শার্ট গায়ে সংশয়ের যুদ্ধ!
রণাঙ্গনের মাইন-বোমা–বুলেট পেরিয়ে
জন্মের পর আরেকটি জন্মের জন্যে
কোনও যুক্তি ছিলো না।
আস্তিনে ভালোবাসা ছিলো।
তুমি রঙিন আমি সাদাকালো।
সন্ধ্যে হয়ে যায় বিকেল গড়িয়ে;
বিকেলটা সন্ধ্যে হয়ে যায়!