হাতে নিকোটিন লেগে থাকে।
চাঁদের আলো আর
নিয়নের প্রণয়ে ভেজা শূন্য রাজপথের বাঁকে,
হাতে নিকোটিন লেগে থাকে।
চারপাশের আয়নাগুলো
আঁশটে সত্য ফিরিয়ে দেয়
অসীমের দিকে।
দেখেছি-
জ্বলে উঠতে গেলেই পুড়ে যেতে হয়;
তবুও কেউ হেঁটে যাবে
আকাশ থেকে আশা নিয়ে- দূরে!
চাঁদের আলোয় আসক্ত শহর ছেড়ে
-যে হাঙরের পেয়েছে রক্তের ক্ষুধা!
কিন্তু রাজপথে আলো নেভে না।
নিয়ন-চাঁদ থাকে অভিসারে,
দূর থেকে তারাগুলো তাকিয়ে রয়
আর হাতে নিকোটিন লেগে থাকে!