সস্তায় কিছু শপথ বিক্রি হবে।
রাজনীতির ময়দানে হবে শপথের কাঙ্গালিভোজ,
সফেদ পাখি উড়িয়ে হবে শান্তির আহবান।
সিংহাসনের জন্যে যে শপথ রয়েছে
-চড়া মূল্যে সে শপথ কিনে নেবে কেউ,
পার্লামেন্টে হবে শপথের কোরাস।
বিচার করবেন?
শপথ করে নিন-কখনো অবিচার করবেন না বলে
কোর্টের কাজ সহজ নয়!
কিছু নীতিবাক্য পাঠ করে নিন আগে।
অন্তরঙ্গ হোন শপথ পাঠ করে;
বিশ্বস্ততা এখানে নিতান্তই মূল্যহীন,
তাই চিন্তা করার আগেই শপথ নিন!
থামিয়ে দিন মুক্তচিন্তার উদ্দাম ধারা!
শপথের বেড়াজালেই থাকুক চিন্তার ফসল;
বাগানের ফুলগাছগুলোকে বাড়তে দেবেন না
তাদের মতো করে।