বুনো ঘাস তার ফুলেদের লয়ে বসে আছে।
ট্যাংকের পদতলে থেঁৎলে গিয়েছে শিশুদের কান্না
আর চিৎকার থেমে গিয়েছে সমৃদ্ধির আহ্বানে,
কারও সাফল্যের লোভে কারও স্বপ্ন হয়েছে নষ্ট!
স্বেচ্ছায় বন্ধ থেকেছে প্রতিবাদ রক্তের মিথ্যে আস্ফালনে।
যন্ত্রের কল-কব্জার আওয়াজ থেকে উঠেছে দানবের হর্ষধ্বনি।
এরই মাঝে বেড়ে উঠার আশায় কেউ স্বপ্ন দেখেছে
-দানবগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে স্বপ্নটাকে।
কারও দুঃখ শুধু বোমায় ভাঙ্গা দালানগুলোয় চাপা পড়ে থাকে।
প্রাচ্যের মাঝখানে থাকুক পরিবর্তনের ভগ্নাবশেষ
আর মিসাইলের ক্ষত,
ঘাসফুল পুড়িয়ে হোক নয়া উপনিবেশ।
সুখের বসতিতে যুদ্ধবিমান আসুক দুঃস্বপ্ন নিয়ে,
আমরা দেখি ফুলেল শেষকৃত্য।