আমি ফুটবল খেলা তেমন পছন্দ করি না। বিশ্বকাপ ফুটবল হলে আমার বাবা-মা-ভাই-বোন সবাই যেখানে মহাআনন্দে খেলা দেখে, সেখানে আমি খেলা দেখবার তেমন আগ্রহ পাই না। শুধুমাত্র আর্জেন্টিনার খেলা দেখি। ওদের খেলা ভাল লাগে। যদিও ওরা কখনও জিততে পারে না।
ফুটবল নিয়ে তেমন আগ্রহ না থাকলেও এই মাত্র আমি ফুটবলের একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং খুব মজা পেলাম। সেই সাথে আমার আনন্দ সামহয়ারইনের বন্ধুদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না।
দুইটি দলের মধ্যে খেলা হচ্ছে। একটির জার্সি লাল এবং আরেকটির জার্সি নীল। লাল দলটি একটি পেনাল্টি পেয়েছে। স্বয়ং গোলকিপার পেনাল্টি কিক নিতে চলে এসেছেন। ছবিতে যার জার্সির রঙ দেখতে পারছেন হলুদ রঙের।
গোলকিপার পেনাল্টি কিক নেয়ার জন্য দৌড়ে আসছেন।
এবং গোল হয়ে গেল। অপর পক্ষের গোলকিপার ঝাপিয়ে পড়েও গোল বাচাতে পারলেন না।
গোলকিপার গোল করতে পেরে মহা আনন্দ।
আনন্দে তিনি তার দলে একজনকে কোলে তুলে ফেললেন।
আরেকজনের সাথে আনন্দ সেলিব্রেট করলেন।
এবার আরেকজন।
আরেকজনের সাথে হাত মিলালেন।
আরো দুইজন ছুটে এসেছেন সেলিব্রেট করতে।
ঐ দুইজন গোলকিপারকে জড়িয়ে ধরছে।
গোলকিপার কি কারনে যেন পিছনে তাকালেন। একটু পরেই বুঝতে পারবেন, কি কারনে তিনি তাকিয়েছিলেন।
গোলকিপার আবিষ্কার করলেন তার নিজের পোস্টে বল চলে এসেছে। অর্থাৎ আরেকটি গোল।
কারন গোলকিপার সহ অন্যান্য খেলোয়াড়েরা যখন সেলিব্রেট করছিলেন, ততক্ষনে নীল দল খেলা শুরু করে দিয়েছিল।
এবং সরসরি উল্লাসরত গোলকিপারের অরক্ষিত জালে সরাসরি বল পাঠিয়ে দিল।
মুহুর্তের মধ্যে লাল দলের উল্লাস মিলিয়ে গেল।
এবার ভিডিওটি দেখুন। আরো মজা পাবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২০