চেনা চেনা সব ব্লগারই হারিয়ে যাচ্ছে । কিন্তু কেন ?
অটো মডারেশন জিনিসটা কি আজও বুঝলাম না ।
নীতিমালা ব্যক্তিবিশেষে ভিন্ন কেন ?
ঘুম থেকে উঠে আমার সহব্লগার হঠাৎ জানতে পারে সে ব্যান !
এভাবে হারিয়ে যাচ্ছে অনেক ব্লগার ।
কেউ প্রতিবাদ করে ।
কেউ দুঃখে অন্যখানে চলে যায় ।
কেউ চুপচাপ সহ্য করে ব্লগিং করে ।
কিন্তু এভাবে আর কতদিন ?
পোষ্ট বিরতিতে চলে গেলাম ।
যারা যারা ব্লগে স্বচ্ছ মডারেশন চান দয়া করে তারা এক হোন ।
আর যদি সম্ভব হয় এই ছবিটি লাগিয়ে দিন আপনার প্রোফাইলে ।
