
অনলাইনে আয় করার পদ্ধতি দুটি_
১. এডসেন্স
২. আউটসোর্সিং
এখানে আমি আউটসোর্সিং পদ্ধতি সম্পর্কে বলবো।
আউটসোর্সিং কে সংক্ষেপে এভাবে সংজ্ঞায়িত করা যায়_ কাজ করুন অর্থ পান। হ্যাঁ, কাজের মাধ্যমে অর্থ উপার্জন-ই হচ্ছে আউটসোর্সিং। অনেক কোম্পানী আছে যারা অনলাইনে নিজেদের কাজ অন্যদের দিয়ে করিয়ে অর্থ দিয়ে থাকে। এই মাধ্যমই হচ্ছে আউটসোর্সিং। গুগুল-এ গিয়ে আউটসোর্সিং লিখে সার্চ দিলে এরকম অনেক ওয়েবসাইট পাবেন। তবে হতাশার কথা হলো, সার্চে হাজার হাজার ওয়েবসাইট পাওয়া যায়। যার বেশিরভাগই ফ্রট। কাজ করিয়ে টাকা দেয় না। তাই বিশ্বস্ত ও সঠিক ওয়েবসাইট খোঁজে পাওয়া একটু দুঃসাধ্য তো বটেই। তাই প্রথম বার কাজ করতে হয় একটু ভয়ে ভয়েই। তবে কাজে ফাঁকি দেয়া যাবে না। কারণ যতো ভালো ওয়েবসাইটই হোক না কেন, কাজে ফাঁকি দিলে কেউই টাকা দেবে না।
যাই হোক, এখানে আমি আপনাদের একটি ওয়েবসাইটের কথা লিখছি। এখানে বিভিন্ন বিষয়ের উপর জরিপ চালিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন।
যাই হোক, লিংক দিচ্ছি। তবে লিংক দেয়ার আগে আর একটি কথা বলে নেই। আপনারা এই লিংক ব্যবহার করে ফ্রি রেজিস্ট্রেশন করলে আমি ১.২৫ ডলার পাবো প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য। আর আপনি কতো পাবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে।
কারও যদি নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে আপত্তি থাকে তাহলে করবেন না। যার অনলাইনে আয় করতে ইচ্ছে হবে সে-ই লিংকে ক্লিক করবনে। ইচ্ছে না হলে দরকার নেই।
রেজিস্ট্রেশন করতে চাইলে ক্লিক করুন_
Click This Link