বহু দিন পরে সামু তে ঢুকলাম। মাঝখানে এই আস্তিক নাস্তিক ক্যাচাল দেখে আর ঢুকতেই মন চায় নাই।
যাই হোক নতুন একটা কনসেপ্ট মাথায় আসলো, তাই লিখতে বসলাম। স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করে এসেছে এদের প্রত্যেকেই দেশের কিছু না কিছু লাগে। আর এই সম্পর্ক গুলার প্রস্থচ্ছেদ করার জন্যই আজকের পোস্ট।
যাই হোক কেউ পারসনালি নিয়েন না।
জাতির পিতাঃ শেখ মুজিবুর রহমান
জাতির মাতাঃ বেগম ফজিলাতুন্নেসা মুজিব
জাতির কন্যাঃ শেখ হাসিনা, শেখ রেহানা
জাতির নাতিঃ জয়

জাতির নাতনীঃ পুতুল

জাতির আপাঃ বেগম জিয়া
জাতির দুলাভাইঃ মেজর জিয়া
জাতির পুত্র(রাজপুত্র)ঃ তারেক, কোকো :#> :#>
জাতির চাচাঃ এরশাদ


আর আমরা আই মিন মেঙ্গো পিপল রা কি??
উত্তর চান? উত্তর আছে.।.।.।.।.।.।.।.।.।.।
হিজড়া আই মিন ছাইয়া। চুরি পরে তালি বাজাই আর এরা দেশ লুইট্টা পুইট্টা খায়