খবরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তের সিএনজি ড্রাইভার কে রাজু ভাস্কর্যের সামনে কান ধরে দাড় করিয়ে রাখল ।
বিস্তারিতঃ টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে সি এন জি ওয়ালা গুলা ঠায় এসে বসে থাকে। কিন্তু তাদের কে কোথাও যাবার জন্য জিজ্ঞাসা করলে , তারা তাদের জায়গা পছন্দ না হলে কোথাও যাবে না।













এই অবস্থা দেখে ভার্সিটির কিছু ছাত্র তাদের কে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদের রাজু ভাস্কর্যের উপর কান ধরে দাড় করিয়ে রাখে।
বাহবা আমার ভাইদের। আসলেই এরকম উচিত শিক্ষা হওয়া উচিত ছিল এই পরিবহন সন্ত্রাসী গুলার।