আর তাই এলেক্সা র্যাঙ্কিং কিংবা গুগল ট্রেন্ড-এ দেখানো ট্রেইল পর্যবেক্ষণ করেই শুধু “সামহোয়্যার ইন ব্লগের” ব্যপকতা কিংবা প্রভাববিস্তারী প্রতাপ, প্রবল ভাবেই অনুভব করা যায়। তবুও তা শুধুই পরিসংখ্যাগত উচ্চমান প্রকাশ করে । কিন্তু সামুর আবগীয় পরিমাপ ও মানবিক সত্তার প্রভাব আরও অনেক অনেক উপরে।
আধুনিকতার তালে-তালে, ক্ষনে-ক্ষণে রঙ বদলানো চিরযৌবনা এই ব্লগটি তার যৌবনের অটুটতা বজায় এর পিছনে বিশেষ প্রভাব রেখেছে তার রূপ বদলানোর বিষয়টি। যা তাকে নব-নবীনের কাছে কাছে করে রেখেছে চির আধুনিক।
এই স্ন্যাপ শটটি ৩০ শে ডিসেম্বর ২০০৫ সালের। সিম্পল-সুন্দর একটি ইন্টারফেস। প্রথম পাতায় কী-ওয়ার্ড এর ট্যাগ লক্ষ্য করা যাচ্ছে।
সময়ের বিবর্তনে সামু আজ সংবাদপত্রের বিকল্প উৎস হয়ে উঠেছে এবং ক্ষেত্র বিশেষে তার স্রস্টা সংবাদপত্রের চেয়েও নিরপেক্ষ হয়ে উঠছে। জাতীয় দৈনিকগুলোতে বিভিন্ন সংবাদ যেমন খেলাধুলার আপডেট, প্রযুক্তি বাজার কিংবা বিনোদনের খবরাখবর এমনকি জাতীয় ও আন্তর্জাতিক দূর্যোগ ও ক্রান্তিকাল এর তাজা খবর প্রকাশের আগেই ব্লগে চলে আসছে।
আর সেই সাথে সামু হয়ে উঠেছে শামসুর রাহমানের যেমন ইচ্ছে লিখার ব্লগের পাতা।ফলশ্রুতিতে দেশের মেইনস্ট্রিম কবি সাহিত্যকদের ভিড়ে, তরুণ ও আধুনিক সুকুমার বৃত্তির একদল সাহিত্যক এর আগমন ঘটেছে। কে জানে আজ থেকে পঞ্চাশ কিংবা একশ বছর পরে যখন যখন বাংলা সাহিত্যের ইতিহাস, নুতুন করে পর্যালোচনা করা হবে , তখন হয়ত একে বাংলা সাহিত্যের রেঁনেসা হিসেবে অবিহিত করা হবে।
এছাড়াও আরও বিচিত্র বিষয়ে ব্লগারদের সাবলীল বিচরণের কারণে “সামহোয়্যার ইন ব্লগ” তার অ্যাপিল , সেই শুরু থেকে থেকে আজ পর্যন্ত ব্লগার আর তার পাঠক সমাজের মাঝে সর্বাধিক জনপ্রিয় করে রেখেছে । যদিও ব্লগিও সিন্ডিকেট , ব্যক্তি আক্রমণ , অশ্লীল বাক্যালাপ আর শুধু লিঙ্ক সর্বস্ব ফ্লাডিং পোস্ট অতীতের অনেক ভাল ভাল ব্লগার ও বর্তমানের অনেক ব্লগারকে নিরুৎসাহিত করে যাচ্ছে প্রতিনিয়ত। তবুও এই অস্থিরতার বিপরীতে সুস্থতার ধুমকেতু উড়বেই।
এই স্ন্যাপ শটটি ০৫ ই ফেব্রুয়ারী ২০০৬ সালের।এই ইন্টারফেস এ লগিন ও পাসওয়ার্ড ডানপার্শ্বে লক্ষ্য করা যাচ্ছে
এই স্ন্যাপ শটটি ২৩ শে এপ্রিল ২০০৬ সালের।এই ইন্টারফেস এ একটা মজার বিষয় লক্ষ্য করা যাচ্ছে আর তা হচ্ছে প্রতি সপ্তাহে সেরা দুজন ব্লগার নির্বাচন। সিস্টেমটা তো ভালোই মনে হচ্ছে। মডারেশন প্যানেল কেন বাদ দিল কে জানে ।
এই স্ন্যাপ শটটি ২৬ শে এপ্রিল ২০০৭ সালের।
এই স্ন্যাপ শটটি ০৭ ই জুন ২০০৭ সালের।
এই স্ন্যাপ শটটি ৩০ শে ডিসেম্বর ২০০৭ সালের।
এই স্ন্যাপ শটটি ০২ রা ডিসেম্বর ২০০৮ সালের।
এই স্ন্যাপ শটটি ১লা জানুয়ারী ২০০৯ সালের।মনে হয় বেশীরভাগ ব্লগার এর অনেক পরিচিত ইন্টারফেস এইটা।
এই স্ন্যাপ শটটি ১লা ফেব্রুয়ারী ২০১১ সালের।
সময় ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর ২টা বেজে ২৬ মিনিট। ব্লগার দেবরার “ইমরান ব্লগ স্রষ্টা” শিরোনামে প্রথম পোস্টের মাধ্যমে শুরু হয়েছিল বাংলা কমিউনিটি ব্লগের জয়রথ। সেই রথ আজও ছুটছে , আর তার যাত্রায় সে সঙ্গী করে নিক আমাদের মুক্তচিন্তা,শুভবুদ্ধি আর মানবতাবোধকে।পরিশেষে, বলা যেতে পারে ব্লগার ও পাঠক সকলে শুধুমাত্র আমাদের দৈনন্দিন সচরাচরীয় সাধারণতার ক্ষুদ্র পরিসর আবদ্ধ না থেকে হয়ে উঠুক বিশ্বজনীন। ধন্যবাদ সকলকে।