হামিং বার্ড একটি পাখির নাম
হ্যাঁ, অতীব সুন্দর ছোট্ট একটি পাখি।কল্পনা করুন তো পখিটার সাইজ মাত্র ৭ থেকে ১৩ সেমি অথচ প্রতি সেকেন্ডে ১২ থেকে ৯০ বার ডানা ঝাঁপটাতে পারে।আরও অবাক করার বিষয় তারা ঘণ্টায় ৫৪ কিমি উড়তে পারে। হামিংবার্ডদের খাবার হজম করার করার ক্ষমতা অবিশ্বাস্যরকম ।সারাদিন এরা নিজের শরীরের ওজনের সমান খাবার খায়৷
হামিংবার্ড-ই একমাত্র পাখি যারা পিছন দিকেও উড়তে পারে । শীত সহ্য করতে পারে না বলে এদের কিছু প্রজাতি হাজার হাজার কিলোমিটার পথ উড়ে গিয়ে আশ্রয় নেয় গরমের দেশে
রুফুস হামিংবার্ড আমেরিকার উত্তর পচ্চিম অঞ্চলে পাওয়া যায়
তাদের খাদ্য তালিকায় আছে ফুলের মধু আর পোকামাকড় ।হামিংবারড প্রজাতিভেদে ৩ থেকে ৫ বছর বেঁচে থাকে।
পুরুষ পাখি বাসা বাঁধতে অংশগ্রহন করে না। বেশির ভাগ প্রজাতি কাপ আকৃতির বাসা বাঁধে
পুরুষ হামিংবার্ড সাধারণত বেশি কালারফুল হয় ।
1. Trochilus colubris (Linné) = Archilochus colubris (Linnaeus, 1758), male
2. Heliactin cornutus (Bonaparte) = Heliactin bilophus (Temminck, 1820), male
3. Topaza pella (Gray) = Topaza pella (Linnaeus, 1758), male
4. Sparganura sappho (Cabanis) = Sappho sparganura (Shaw, 1812), male
5. Lophornis ornata (Lesson) = Lophornis ornatus (Boddaert, 1783), male
6. Docimastes ensifer (Gould) = Ensifera ensifera (Boissonneau, 1840), male
7. Eutoxeres condamini (Reichenbach) = Eutoxeres condamini (Bourcier, 1851)
8. Lophornis gouldii (Gray) = Lophornis gouldii (Lesson, 1833), male
9. Ornismya petasphora (Lesson) = Colibri serrirostris (Vieillot, 1816), male
10. Augastes lumachellus (Gould) = Augastes lumachella (Lesson, 1838), male, male
11. Hylocharis Stokesii (King) = Sephanoides fernandensis (King, 1831), female
12. Steganura underwoodi (Gould) = Ocreatus underwoodii (Lesson, 1832), male
ইহা আমার ব্লগ জীবনের প্রথম লেখা তাই ভাল লাগলে, আওয়াজ দিলে দিইয়েন, না দিলে নাই। তবে খারাপ লাগলে অবশ্যই জোরে আওয়াজ দিয়েন ।শুভকামনা সকলের প্রতি