

জয়া এই অ্যাকশন-সায়েন্সফিকশন সিনেমায় চোরের ভূমিকায় অভিনয় করেছেন।মারুফ হাসান পরিচালিত ছবিটির শুটিং চলছে উত্তরার কুলারটেকে।
ছবি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘পারলে ঠেকা আমার সপ্তম সিনেমা। আমি প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে চাই। সিনেমায় আমি চোরের ভূমিকায় অভিনয় করছি। বিস্তারিত এখনি বলছি না তাহলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যাবে। এটুকু বলতে পারি এ সিনেমায় পরিচালক সম্পূর্ণ ভিন্ন ভাবে আমাকে উপস্থাপন করছেন’।
এই ছবির দুটি গানের লাইন শুনুন ভয় পাইয়া যাবেন …(নাম- জংগলের ডাক)
“কইলজায় সাউন্ড করছে জংগলের ডাক
ডারলিং আজ আমাক জিন ভুতে খাক……”
আরো কিছু ছবিঃ
১।

২/

৩।

৪।

৫।

৬/

৭/

৮/

এখন দেখার বাকি আসলে কি নিয়ে আসছেন আমাদের জয়া আহসান। আশা রাখি চরম কিছু পাব।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮