বিবর্তন
এ কেমন জ্বালা, তীব্র ক্ষুধার জ্বালা;

শকুনের মাংস শকুন খাচ্ছে তীব্র আস্বাদনে।।

আমি মানুষ!!
চেয়ে চেয়ে দেখছি আর ভাবছি একা মনে,
শকুনগুলো কেন বদলে গেল মানুষের মত করে??

চারিদিকে হত্যাযজ্ঞ, রাহাজানি আর দূর্নীতি!!

আজানের ধ্বনির বদলে শুনি মানুষের ক্রন্দন।
এ কোন খেলায় মেতে উঠেছে নষ্ট মানুষগুলো,
সবাই মিলে করছে নিজের বিবেকের ধর্ষন।

আমি মানুষ!!
বসে বসে ভাবছি তব মানুষেরি পক্ষ হতে;
মানুষগুলো কেন বদলে গেল পশুর মত করে।।
