প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগ একাউন্টের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, আমরা বিগত ১৯শে মে, ২০১৬ তারিখ থেকে লগ ইন করার সময় ব্লগারদের পুরানো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেয়ার জন্য অনুরোধ করি। নতুন পাসওয়ার্ড প্রতিস্থাপন করার ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতিটি অনুসরণ করার সময় কিছু ব্লগার সমস্যার মুখোমুখি হচ্ছেন জানিয়ে আমাদেরকে ইমেইল করেছেন। যদিও ব্লগারদের বড় অংশটিই কোন সমস্যা ছাড়াই পাসওয়ার্ড প্রতিস্থাপনের কাজটি সম্পন্ন করেছেন। এই ক্ষেত্রে পুরো পদ্ধতিটি সঠিকভাবে অনুসরণ করার সুবিধার্থে ছবির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হলোঃ
১। পাসওয়ার্ড পরিবর্তনের ধাপসমুহঃ
ক)
এই ছবিতে যে লিংক আছে সেখানে অথবা এই লিংকে ক্লিক করে আপনি পাসওয়ার্ড পরিবর্তনের পেইজে যেতে পারেন।
খ)
এখানে আপনার রেজিস্ট্রেশনকৃত ইমেইল ঠিকানাটি দিন। সেখানে আপনার পাসওয়ার্ড পরিবর্তনের লিংকটি পাঠানো হবে
গ)
যে ম্যাসেজটি আপনাকে পাঠানো হবে, সেখানে শুরুতেই আপনার ইউজার নামটি উল্লেখ্য থাকবে এবং লিংকেও আপনার ইউজার নামটি উল্লেখ্য থাকবে। এর ব্যতিক্রম হলে আমাদেরকে মেইল করে জানান।
ঘ)
লিংকটি ব্রাউজারে পেষ্ট করার পর পাসওয়ার্ড পরিবর্তনের পাতাটি আসবে। এখানে আপনার নতুন পাসওয়ার্ড দিন এবং তা নিশ্চিত করুন। পাসওয়ার্ড পরিবর্তনটি সফল হলে নিচের ম্যাসেজটি আসবে।
তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
মনে রাখতে হবে
১। পাসওয়ার্ড পরিবর্তন করার সময় যে ইমেইল ঠিকানা চাওয়া হবে, সেখানে শুধু মাত্র ব্লগ রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইল ঠিকানা ব্যবহার করেছেন, সেই ইমেইল ঠিকানাই দিতে হবে। অন্য ইমেইল ঠিকানা দিলে তা কার্যকরী হবে না।
২। রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, সেই ইমেইল ঠিকানাটি পরিবর্তন করার কোন সাধারন সুযোগ নেই। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারনে কোন ইমেইল আইডি যদি ডিএক্টিভেট হয়ে যায় বা কর্মস্থল পরিবর্তন করার কারনে যদি কোন ইমেইল ঠিকানা আর কার্যকরী না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যথাযথ তথ্য দিয়ে আমাদেরকে বিষয়টি জানাতে হবে। এই ক্ষেত্রে সকল প্রয়োজনীয় তথ্য আমাদেরকে ইমেইলে পাঠাতে হবে।
৩। ব্লগে রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, তার পাসওয়ার্ড যদি হারিয়ে যায়, কোন কারনে যদি প্রবেশ না করা যায়, তাহলে তা পুনুরুদ্ধার করে ব্যবহার উপযোগী করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্লগারকেই নিতে হবে।
৪। ব্লগে রেজিস্টেশন করার সময় যে ইমেইল ঠিকানা আপনি ব্যবহার করেছেন, যদি কোন কারনে তা মনে না থাকে, তাহলে সেই ইমেইল ঠিকানাটি মনে করার ক্ষেত্রে আমরা আপনাকে আংশিক/ইংগিতপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারি।
৫। এরপরেও লগ ইন করতে ব্যর্থ হলে আপনার ব্লগ ইউআরএল/ ইউজার নাম এবং মোবাইল ফোন নাম্বার জানিয়ে আমাদের ফিডব্যাকে ([email protected]) মেইল করুন। আমরাই আপনার সাথে দ্রুত যোগাযোগ করব। কোনভাবেই মন্তব্যের ঘরে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত করবেন না।
আমরা ব্লগারদের যাবতীয় তথ্য নিরাপত্তা ও গোপনীয়তার সাথে সংরক্ষন করি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:১৯