আপডেটঃ
এই পোস্টের পরিপ্রেক্ষিতে, ব্লগারদের মন্তব্য, পোস্ট ও বিভিন্ন িডসকাশন থেকে আমরা আরও কিছু পরিবর্তন এনেছি এবং অল্প কিছুদিনের মধ্যেই এই ভার্সনটি লাইভ রিলিজ দেয়ার চিন্তা করছি:
১. থিমের কালার কম্বিনেশন নিয়ে অনেকের আপত্তি ছিলো, কালার কম্বিনেশন এ পরিবর্তন আনা হয়েছে।
২. "সকল পোস্ট" ট্যাবে, নির্বাচিত পোস্ট দেখানো নিয়ে অনেকে আপত্তি করেছেন। নিবর্াচিত পোস্ট অংশটি আপনি চাইলে খুলে বা বন্ধ (expand/collapse) করে রাখতে পারবেন। লগডইন অবস্থায় নির্বাচিত পোস্ট অংশটি বন্ধ হয়ে থাকবে।
৩. মন্তব্য সংখ্যা এবং মন্তব্যগুলো দুই ভার্সনে একই রকম দেখাচ্ছে না বলছিলেন অনেকে, এটা ক্যাশের জন্য হয়েছে। লাইভ রিলেজের সময় এরকম কোন সমস্যা হবে না।
৪. আমরা নতুন ছবি আপলোড প্যানেল ও পুরোনো ছবি আপলোড প্যানেল দুটোই রাখছি। নতুন ছবি আপলোড প্যানেলটি রাইট প্যানেলে টুলবার অংশে পাবেন।
৫. মন্তব্য বিপরীত ক্রমে দেখানো নিয়ে অনেকে আপত্তি করেছেন। তাই মন্তব্য বিপরীতক্রমে দেখানো হবে না, তার পরিবর্তে মন্তব্য পেজিনেশন যোগ করা হয়েছে এবং সর্বশেষ পাতাটির মন্তব্যগুলি ক্রমানুসারে আগে দেখানো হবে।
৬. নির্বাচিত পোস্ট পাতাটির স্লো আপডেট নিয়ে অনেকের অভিযোগ ছিলো। এই পাতাটি আরও দ্রুত আপডেটের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ধীরে ধীরে এই সিেলকশন পদ্ধতিতে আরও পরিবর্তন আনবো। ধীরে ধীরে এই পাতাটি ব্লগারদের চাহিদা পূরণ করতে পারবে বলে আমাদের বিশ্বাস।
এই ভার্সনটি রিলিজ দেয়ার পর, আমরা এই সংক্রান্ত আরও পরিবর্তন আনবো। আশা করি এই নতুন ভার্সন ও পরিবর্তনগুলো আপানাদের ভালো লাগবে। আপনাদের অভিজ্ঞতা আমাদের জানিয়ে দিন।
শুভ ব্লগিং।
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। বিভিন্ন সময়ে ব্লগারদের লেখা বিভিন্ন পোস্ট, মন্তব্য ও ইমেইল এ ব্লগটির ভালো-মন্দ নানান দিক নিয়ে তাঁদের পছন্দ, চাওয়া ও সুবিধাদি বিবেচনা করে বাঁধ ভাঙার আওয়াজে কিছু নতুন পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় পরিবর্তন যেমন কমেন্ট নোটিফিকেশন, বাংলা ক্যালেন্ডার, অটো-ড্রাফট, ই-বুক, পোস্ট ক্যাটাগরী, ট্যাগিং ইত্যাদি নিয়ে আমরা ক্রমান্বয়ে আসছি।
সামহোয়্যার ইন...ব্লগ ভার্সন ৩ রিলিজের পর আমরা ডিজাইন, লেআউট বা ফিচারে ধারাবাহিকভাবে অনেক ছোটখাটো পরিবর্তন করেছি। কিন্তু আউটলুকে বড় কোন পরিবর্তন আসেনি।
এবার আমরা ব্লগের ডিজাইন/লেআউট এ কিছুটা নতুনত্ব আনার এবং ব্লগের নেভিগেশন আরও সহজতর ও বোধগম্য করার চেষ্টা করেছি। একইসাথে ব্লগাররা দীর্ঘদিন ধরে বেশ কিছু ফিচারের কথা বলে আসছিলেন। সেরকম কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে।
যেহেতু ডিজাইন এবং ফিচারে বড় কিছু পরিবর্তন এসেছে তাই আমরা আরেকটি প্রিভিউ ভার্সন তৈরি করেছি যেন ব্লগাররা তা ব্যবহার করে নতুন ভার্সনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন।
ব্লগের বর্তমান ও নতুন ভার্সনে একই ডাটাবেস ও লগইন সিস্টেম ব্যবহৃত হচ্ছে। তাই ব্লগাররা কার্যত দুটি ভার্সনের যে কোনটি ব্যবহার করে ব্লগিং চালিয়ে যেতে পারবেন। আপনি যদি বর্তমান মূল ভার্সনে লগইন থাকেন তাহলে নতুন ভার্সন ভিজিট করার সময় আপনাকে নতুন করে লগইন করতে হবে না। আপনি নতুন ভার্সনে লগইন অবস্থায়ই থাকবেন।
নতুন ভার্সনটি ব্যবহার করার ঠিকানা:
http://new.somewhereinblog.net
ডিজাইন সংক্রান্ত পরিবর্তন:
১) ব্লগের লেআউট সেন্টার অ্যালাইনড্ করা হয়েছে। যে কোন রেজলিউশনের মনিটর ব্যবহার করুন না কেন মূল ব্লগ পাতা সবসময় মাঝখানে থাকবে।
২) টপ নেভিগেশন বারে পরিবর্তন করা হয়েছে। "লেখা/টেক্সট" এর পরিবর্তে ছবি/আইকন ব্যবহার করা হয়েছে। একইসাথে ব্লগার/কনটেন্ট সার্চ ও ক্যালেন্ডার/আর্কাইভ টপ বারে আনা হয়েছে। আপনি যখন যে পাতায় থাকবেন, আর্কাইভ এ সেই পাতার পোস্ট দেখাবে।
৩) ট্যাবগুলো সরিয়ে বাম পাশে নেয়া হয়েছে। যখন যে পাতায় থাকবেন তা সিলেক্টেড থাকবে।
৪) মন্তব্য ও প্রতিউত্তর দেখানোর স্টাইলে পরিবর্তন আনা হয়েছে।
ফিচার সংক্রান্ত পরিবর্তন:
১) ব্লগের টপ মেনুবারকে নতুন করে সাজানো হয়েছে। ব্লগার সার্চ ও আর্কাইভ সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
২) নির্বাচিত পোস্ট ও সংকলিত পোস্ট ট্যাব সমূহ সহজে পাওয়ার জন্য এখন ডানদিকে ট্যাব আকারে রাখা হয়েছে।
৩) সংকলিত পোস্ট ট্যাবটিকে পরিবর্তন করে নির্বাচিত পোস্ট করা হয়েছে। অনকেদিন থেকে ব্লগারদের অভিযোগ যে ব্লগের প্রথম পাতায় অনেক পোস্টের ভীড়ে ভালো, মৌলিক পোস্টগুলো দ্রুত হারিয়ে যায়। এই জন্য এই নির্বাচিত পোস্ট তালিকায় আমরা ব্লগারদের সুবিধার্থে ভালো, আলোচনাযোগ্য, ব্লগীয় মৌলিক পোস্টগুলি তুলে ধরবো। যাতে কপি পেস্ট ও রিপোস্টের ভীড়ে কষ্ট করে লেখা পোস্টগুলো হারিয়ে না যায়। উল্লেখ্য: কপি-পেস্ট ও রিপোস্ট আমরা নিরুৎসাহিত করি, তবে বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী তা বিবেচনাধীন থাকবে।
৪) ক্রমানুসারে পোস্ট ট্যাবটিকে পরিবর্তন করে "সকল পোস্ট" নামকরণ করা হয়েছে।
ক. সকল পোস্ট ট্যাবে ব্লগারদের প্রকাশিত সকল পোস্ট ক্রমানুসারে আসতে থাকবে।
খ. "জেনারেল" স্ট্যাটাস এ থাকা ব্লগারদের পোস্টও এখন থেকে প্রথম পাতায় "সকল পোস্ট" ট্যাবে দেখা যাবে।
গ. ব্লগের প্রথম পাতায় একসাথে আরও বেশি সংখ্যক পোস্ট দেখানোর সুবিধার্থে, "সকল পোস্ট" তালিকায় আসা পোস্টগুলো আগের তুলনায় কিছুটা ছোট আকারে দেখানো হবে এবং পোস্টটি ওপেন করার আগে কোন ইমেজ/ছবি দেখানো হবে না।
ঘ. মৌলিক এবং ভালো পোস্টকে উৎসাহিত করার জন্য নির্বাচিত পোস্টগুলো আগের মতই বড় আকারে এবং ছবিসহ (যদি থাকে) দেখানো হবে।
ঙ. যে কারও লেখা (ফ্রন্টপেজ ব্যান, জেনারেল স্ট্যাটাস ইত্যাদি) পোস্ট নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে।
৫) লগইন করার পর আপনি কোন ট্যাবটি (নির্বাচিত পোস্ট, সকল পোস্ট, অনুসারিত পোস্ট) ডিফল্ট হিসেবে দেখতে চান তা আপনার ব্লগের সেটিংস বক্স থেকে বাছাই করে নিতে পারবেন। এতে করে, আপনি আপনার পছন্দমত ব্লগের প্রথম পাতাটি সাজিয়ে নিতে পারবেন।
৬) কোন পোস্টের মন্তব্য সংখ্যা ১০০ এর বেশি হলে, মন্তব্যসমূহ বিপরীত ক্রমে দেখানো হবে। এবং পোস্ট লোড হওয়ার পর মন্তব্যসমূহ লোড হবে। এতে করে পোস্ট দ্রুত পড়া যাবে এবং নতুন মন্তব্যগুলো পড়তে সুবিধা হবে।
৭) "প্রিয় পোস্ট" তালিকায় অনেক পোস্ট থাকলে ব্লগারের পাতা লোড হতে সময় লাগে, তাই "প্রিয় পোস্ট" তালিকায় এখন সর্বশেষ যোগকৃত ২০টি দেখানো হচ্ছে এবং "আরও পোস্ট" দেখুন এ ক্লিক করলে তা নতুন পাতায় আলাদাভাবে দেখানো হবে। এতে করে আপনি আপনার পছন্দনীয় পোস্টের তালিকা তৈরি করে সেই ইউআরএল (ওয়েব ঠিকানা) সবার সাথে শেয়ার করতে পারবেন।
৮) পোস্টের শেষে, পোস্টটি কতজন ব্লগার তাঁদের প্রিয় তালিকায় যুক্ত করেছেন তা দেখানো হবে, স্টার আইকনের পাশে।
৯) নতুন ইমেজ আপলোড প্যানেল যুক্ত করা হয়েছে। ইমেজ আপলোডিং এর ক্ষেত্রে এই প্যানেল আপনাদের অনেক সুবিধা দেবে।
ক. এর মাধ্যমে আপনি একসাথে একাধিক ইমেজ আপলোড করতে পারবেন।
খ. ইমেজ প্রিভিউ দেখতে পারবেন।
গ. ওয়েব ইউআরএল থেকে পোস্টে ইমেজ যুক্ত করতে পারবেন এবং যোগ করার আগে প্রিভিউ দেখা যাবে।
ঘ. আগে আপলোডকৃত ইমেজ থেকে কোন একটি পোস্টের জন্য প্রযোজ্য ইমেজ বাছাই করে যুক্ত করতে পারবেন ইত্যাদি।
১০) মন্তব্য রিপোর্ট করার সুবিধা যোগ করা হয়েছে। প্রতিটি মন্তব্যের উপর মাউস নিলে, মন্তব্যটি রিপোর্ট করুন বাটনটি দেখতে পাবেন।
১১) ব্লগে বড় লেখা পোস্ট করতে কোন বাধা নেই। তবে ইউনিকোড বর্ণ সাধারণ ল্যাটিন থেকে দ্বিগুণ স্টোরেজ নেয়, তাই অতীতে আমরা দেখেছি অনেকে বড় লেখা পোস্ট করতে সমস্যায় পড়েছেন। এখন ব্লগে পোস্টের আকার (মোট বর্ণ সংখ্যা) আরও অনেকগুণ বাড়ানো হয়েছে তাই যত বড়ই লেখা হোক না কেন তা পোস্ট করতে কোন সমস্যা নেই।
১২) স্প্যাম লিংক যেমন এডিএফ.এলআই (adf.ly) এর ক্ষেত্রে অটোলিংকিং বন্ধ করা হয়েছে।
১৩) পোস্ট প্রিয় তালিকায় নেয়ার জন্য ক্লিক করলে কনফার্মেশন ডায়ালগ দেখানো হবে।
১৪) কাউকে পোস্ট ব্যান, কমেন্ট ব্যান বা ফ্রন্টপেজ ব্যান করা হলে সংশ্লিষ্ট ব্লগার লগইন এর পর মডারেশন স্ট্যাটাস বক্সে তা দেখতে পাবেন।
১৫) পোস্ট লেখক, লগইন এর পর, তার যে কোন পোস্ট ওয়ার্ড ফাইল আকারে ডাউনলোড করে নিজ কম্পিউটারে সেইভ করে রাখতে পারবেন।
১৬) আরও ছোটখাটো বেশ কিছু পরিবর্তন ও বাগ ফিক্স করা হয়েছে।
১৭) ইউজার রিপোর্ট উইজেট:
ব্লগের নিজস্ব ফিডব্যাক সিস্টেমের পাশাপাশি আমরা নতুন ভার্সনে একটি থার্ড পার্টি ইউজার রিপোর্ট উইজেট ব্যবহার করার কথা ভাবছি। যার মাধ্যমে ব্লগাররা ব্লগ সম্পর্কে নতুন আইডিয়া বা ফিডব্যাক প্রদান করতে পারবেন যা সমন্বিতভাবে সবাই দেখতে পারবেন। পূর্ণাঙ্গ রিলিজের আগে এটি আমরা বাংলায় দেখানোর ব্যবস্থা করবো। এই উইজেটটির সাথে একটি ব্যবহারযোগ্যতা জরিপ ফর্মও সংযুক্ত আছে।
আশা করি, এই পরিবর্তন/পরিবর্ধনগুলো আপনাদের ভালো লাগবে। এই লিংকে গিয়ে নতুন ভার্সনটি ব্যবহার করুন এবং আপনাদের অভিজ্ঞতা জানান।
নতুন ভার্সনটি নিয়ে আমরা আরো কাজ করছি এবং অচিরেই তা পূর্ণাঙ্গরুপে রিলিজ দেয়া হবে।
ধন্যবাদ, শুভ ব্লগিং,
সামহোয়্যার ইন...ব্লগ টিম।
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। বিভিন্ন সময়ে ব্লগারদের লেখা বিভিন্ন পোস্ট, মন্তব্য ও ইমেইল এ ব্লগটির ভালো-মন্দ নানান দিক নিয়ে তাঁদের পছন্দ, চাওয়া ও সুবিধাদি বিবেচনা করে বাঁধ ভাঙার আওয়াজে কিছু নতুন পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় পরিবর্তন যেমন কমেন্ট নোটিফিকেশন, বাংলা ক্যালেন্ডার, অটো-ড্রাফট, ই-বুক, পোস্ট ক্যাটাগরী, ট্যাগিং ইত্যাদি নিয়ে আমরা ক্রমান্বয়ে আসছি।
সামহোয়্যার ইন...ব্লগ ভার্সন ৩ রিলিজের পর আমরা ডিজাইন, লেআউট বা ফিচারে ধারাবাহিকভাবে অনেক ছোটখাটো পরিবর্তন করেছি। কিন্তু আউটলুকে বড় কোন পরিবর্তন আসেনি।
এবার আমরা ব্লগের ডিজাইন/লেআউট এ কিছুটা নতুনত্ব আনার এবং ব্লগের নেভিগেশন আরও সহজতর ও বোধগম্য করার চেষ্টা করেছি। একইসাথে ব্লগাররা দীর্ঘদিন ধরে বেশ কিছু ফিচারের কথা বলে আসছিলেন। সেরকম কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে।
যেহেতু ডিজাইন এবং ফিচারে বড় কিছু পরিবর্তন এসেছে তাই আমরা আরেকটি প্রিভিউ ভার্সন তৈরি করেছি যেন ব্লগাররা তা ব্যবহার করে নতুন ভার্সনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন।
ব্লগের বর্তমান ও নতুন ভার্সনে একই ডাটাবেস ও লগইন সিস্টেম ব্যবহৃত হচ্ছে। তাই ব্লগাররা কার্যত দুটি ভার্সনের যে কোনটি ব্যবহার করে ব্লগিং চালিয়ে যেতে পারবেন। আপনি যদি বর্তমান মূল ভার্সনে লগইন থাকেন তাহলে নতুন ভার্সন ভিজিট করার সময় আপনাকে নতুন করে লগইন করতে হবে না। আপনি নতুন ভার্সনে লগইন অবস্থায়ই থাকবেন।
নতুন ভার্সনটি ব্যবহার করার ঠিকানা:
http://new.somewhereinblog.net
ডিজাইন সংক্রান্ত পরিবর্তন:
১) ব্লগের লেআউট সেন্টার অ্যালাইনড্ করা হয়েছে। যে কোন রেজলিউশনের মনিটর ব্যবহার করুন না কেন মূল ব্লগ পাতা সবসময় মাঝখানে থাকবে।
২) টপ নেভিগেশন বারে পরিবর্তন করা হয়েছে। "লেখা/টেক্সট" এর পরিবর্তে ছবি/আইকন ব্যবহার করা হয়েছে। একইসাথে ব্লগার/কনটেন্ট সার্চ ও ক্যালেন্ডার/আর্কাইভ টপ বারে আনা হয়েছে। আপনি যখন যে পাতায় থাকবেন, আর্কাইভ এ সেই পাতার পোস্ট দেখাবে।
৩) ট্যাবগুলো সরিয়ে বাম পাশে নেয়া হয়েছে। যখন যে পাতায় থাকবেন তা সিলেক্টেড থাকবে।
৪) মন্তব্য ও প্রতিউত্তর দেখানোর স্টাইলে পরিবর্তন আনা হয়েছে।
ফিচার সংক্রান্ত পরিবর্তন:
১) ব্লগের টপ মেনুবারকে নতুন করে সাজানো হয়েছে। ব্লগার সার্চ ও আর্কাইভ সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
২) নির্বাচিত পোস্ট ও সংকলিত পোস্ট ট্যাব সমূহ সহজে পাওয়ার জন্য এখন ডানদিকে ট্যাব আকারে রাখা হয়েছে।
৩) সংকলিত পোস্ট ট্যাবটিকে পরিবর্তন করে নির্বাচিত পোস্ট করা হয়েছে। অনকেদিন থেকে ব্লগারদের অভিযোগ যে ব্লগের প্রথম পাতায় অনেক পোস্টের ভীড়ে ভালো, মৌলিক পোস্টগুলো দ্রুত হারিয়ে যায়। এই জন্য এই নির্বাচিত পোস্ট তালিকায় আমরা ব্লগারদের সুবিধার্থে ভালো, আলোচনাযোগ্য, ব্লগীয় মৌলিক পোস্টগুলি তুলে ধরবো। যাতে কপি পেস্ট ও রিপোস্টের ভীড়ে কষ্ট করে লেখা পোস্টগুলো হারিয়ে না যায়। উল্লেখ্য: কপি-পেস্ট ও রিপোস্ট আমরা নিরুৎসাহিত করি, তবে বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী তা বিবেচনাধীন থাকবে।
৪) ক্রমানুসারে পোস্ট ট্যাবটিকে পরিবর্তন করে "সকল পোস্ট" নামকরণ করা হয়েছে।
ক. সকল পোস্ট ট্যাবে ব্লগারদের প্রকাশিত সকল পোস্ট ক্রমানুসারে আসতে থাকবে।
খ. "জেনারেল" স্ট্যাটাস এ থাকা ব্লগারদের পোস্টও এখন থেকে প্রথম পাতায় "সকল পোস্ট" ট্যাবে দেখা যাবে।
গ. ব্লগের প্রথম পাতায় একসাথে আরও বেশি সংখ্যক পোস্ট দেখানোর সুবিধার্থে, "সকল পোস্ট" তালিকায় আসা পোস্টগুলো আগের তুলনায় কিছুটা ছোট আকারে দেখানো হবে এবং পোস্টটি ওপেন করার আগে কোন ইমেজ/ছবি দেখানো হবে না।
ঘ. মৌলিক এবং ভালো পোস্টকে উৎসাহিত করার জন্য নির্বাচিত পোস্টগুলো আগের মতই বড় আকারে এবং ছবিসহ (যদি থাকে) দেখানো হবে।
ঙ. যে কারও লেখা (ফ্রন্টপেজ ব্যান, জেনারেল স্ট্যাটাস ইত্যাদি) পোস্ট নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে।
৫) লগইন করার পর আপনি কোন ট্যাবটি (নির্বাচিত পোস্ট, সকল পোস্ট, অনুসারিত পোস্ট) ডিফল্ট হিসেবে দেখতে চান তা আপনার ব্লগের সেটিংস বক্স থেকে বাছাই করে নিতে পারবেন। এতে করে, আপনি আপনার পছন্দমত ব্লগের প্রথম পাতাটি সাজিয়ে নিতে পারবেন।
৬) কোন পোস্টের মন্তব্য সংখ্যা ১০০ এর বেশি হলে, মন্তব্যসমূহ বিপরীত ক্রমে দেখানো হবে। এবং পোস্ট লোড হওয়ার পর মন্তব্যসমূহ লোড হবে। এতে করে পোস্ট দ্রুত পড়া যাবে এবং নতুন মন্তব্যগুলো পড়তে সুবিধা হবে।
৭) "প্রিয় পোস্ট" তালিকায় অনেক পোস্ট থাকলে ব্লগারের পাতা লোড হতে সময় লাগে, তাই "প্রিয় পোস্ট" তালিকায় এখন সর্বশেষ যোগকৃত ২০টি দেখানো হচ্ছে এবং "আরও পোস্ট" দেখুন এ ক্লিক করলে তা নতুন পাতায় আলাদাভাবে দেখানো হবে। এতে করে আপনি আপনার পছন্দনীয় পোস্টের তালিকা তৈরি করে সেই ইউআরএল (ওয়েব ঠিকানা) সবার সাথে শেয়ার করতে পারবেন।
৮) পোস্টের শেষে, পোস্টটি কতজন ব্লগার তাঁদের প্রিয় তালিকায় যুক্ত করেছেন তা দেখানো হবে, স্টার আইকনের পাশে।
৯) নতুন ইমেজ আপলোড প্যানেল যুক্ত করা হয়েছে। ইমেজ আপলোডিং এর ক্ষেত্রে এই প্যানেল আপনাদের অনেক সুবিধা দেবে।
ক. এর মাধ্যমে আপনি একসাথে একাধিক ইমেজ আপলোড করতে পারবেন।
খ. ইমেজ প্রিভিউ দেখতে পারবেন।
গ. ওয়েব ইউআরএল থেকে পোস্টে ইমেজ যুক্ত করতে পারবেন এবং যোগ করার আগে প্রিভিউ দেখা যাবে।
ঘ. আগে আপলোডকৃত ইমেজ থেকে কোন একটি পোস্টের জন্য প্রযোজ্য ইমেজ বাছাই করে যুক্ত করতে পারবেন ইত্যাদি।
১০) মন্তব্য রিপোর্ট করার সুবিধা যোগ করা হয়েছে। প্রতিটি মন্তব্যের উপর মাউস নিলে, মন্তব্যটি রিপোর্ট করুন বাটনটি দেখতে পাবেন।
১১) ব্লগে বড় লেখা পোস্ট করতে কোন বাধা নেই। তবে ইউনিকোড বর্ণ সাধারণ ল্যাটিন থেকে দ্বিগুণ স্টোরেজ নেয়, তাই অতীতে আমরা দেখেছি অনেকে বড় লেখা পোস্ট করতে সমস্যায় পড়েছেন। এখন ব্লগে পোস্টের আকার (মোট বর্ণ সংখ্যা) আরও অনেকগুণ বাড়ানো হয়েছে তাই যত বড়ই লেখা হোক না কেন তা পোস্ট করতে কোন সমস্যা নেই।
১২) স্প্যাম লিংক যেমন এডিএফ.এলআই (adf.ly) এর ক্ষেত্রে অটোলিংকিং বন্ধ করা হয়েছে।
১৩) পোস্ট প্রিয় তালিকায় নেয়ার জন্য ক্লিক করলে কনফার্মেশন ডায়ালগ দেখানো হবে।
১৪) কাউকে পোস্ট ব্যান, কমেন্ট ব্যান বা ফ্রন্টপেজ ব্যান করা হলে সংশ্লিষ্ট ব্লগার লগইন এর পর মডারেশন স্ট্যাটাস বক্সে তা দেখতে পাবেন।
১৫) পোস্ট লেখক, লগইন এর পর, তার যে কোন পোস্ট ওয়ার্ড ফাইল আকারে ডাউনলোড করে নিজ কম্পিউটারে সেইভ করে রাখতে পারবেন।
১৬) আরও ছোটখাটো বেশ কিছু পরিবর্তন ও বাগ ফিক্স করা হয়েছে।
১৭) ইউজার রিপোর্ট উইজেট:
ব্লগের নিজস্ব ফিডব্যাক সিস্টেমের পাশাপাশি আমরা নতুন ভার্সনে একটি থার্ড পার্টি ইউজার রিপোর্ট উইজেট ব্যবহার করার কথা ভাবছি। যার মাধ্যমে ব্লগাররা ব্লগ সম্পর্কে নতুন আইডিয়া বা ফিডব্যাক প্রদান করতে পারবেন যা সমন্বিতভাবে সবাই দেখতে পারবেন। পূর্ণাঙ্গ রিলিজের আগে এটি আমরা বাংলায় দেখানোর ব্যবস্থা করবো। এই উইজেটটির সাথে একটি ব্যবহারযোগ্যতা জরিপ ফর্মও সংযুক্ত আছে।
আশা করি, এই পরিবর্তন/পরিবর্ধনগুলো আপনাদের ভালো লাগবে। এই লিংকে গিয়ে নতুন ভার্সনটি ব্যবহার করুন এবং আপনাদের অভিজ্ঞতা জানান।
নতুন ভার্সনটি নিয়ে আমরা আরো কাজ করছি এবং অচিরেই তা পূর্ণাঙ্গরুপে রিলিজ দেয়া হবে।
ধন্যবাদ, শুভ ব্লগিং,
সামহোয়্যার ইন...ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৪২