প্রিয় ব্লগার,
গত ২৫ এ এপ্রিলে চালু হওয়া কম্পিউটার জগৎ ব্লগে বাঁধ ভাঙার আওয়াজ এর ব্যবহারকারীদের ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করা এবং বাঁধ ভাঙার আওয়াজ এর ব্লগারের প্রোফাইল সেখানে প্রদর্শন নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সামহোয়্যার ইন, বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত আইটি ম্যাগাজিন কম্পিউটার জগৎ-কে বাংলা ব্লগের হোস্টেড সলিউশন প্রদান করছে। এর আওতায় কম্পিউটার জগৎ ব্লগ এবং বাঁধ ভাঙার আওয়াজ এ কম্পিউটার জগৎ গ্রুপ ব্লগ - এ দুটি একই সার্ভিস, যা কম্পিউটার জগৎ কতৃপক্ষের ব্যবস্হাপনায় রয়েছে। এখন এই নতুন বাংলা ব্লগ সাইটে ব্যবহারকারীররা যাতে একই নিক দিয়ে লিখতে পারে সেজন্য সামহোয়্যারের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার জগৎ ব্লগে লেখালেখি করার সুবিধা রাখা হয়। এর দ্বিতীয় আরেকটি সুবিধা হচ্ছে কম্পিউটার জগৎ ব্লগে লেখা ব্লগারের সকল পোস্ট একই সাথে বাঁধ ভাঙার আওয়াজ এ তার ব্যক্তিগত পাতাতেও থাকছে (তবে বাঁধ ভাঙার আওয়াজ এর প্রথম পাতায় আসবে না)। এক্ষেত্রে সামহোয়্যার ইন এর বর্তমান ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার জগৎ ব্লগে রেজিস্ট্রেশন করাকে ভিন্ন একটি সার্ভিসে রেজিস্ট্রেশন হিসেবে গন্য হবে এবং সাইন আপের সময় ব্যবহারকারী ব্যবহারের শর্তাবলী দেখতে পাবেন। এইসকল শর্তাবলীতে সম্মতি জানিয়ে কোন ব্যবহারকারী কম্পিউটার জগৎ ব্লগ অথবা বাঁধ ভাঙার আওয়াজ এর কম্পিউটার জগৎ গ্রুপ ব্লগের সদস্য হলে শর্তে উল্লেখিত ব্লগারের সীমিত কিছু তথ্য এবং কম্পিউটার জগৎ ব্লগে ব্লগারের লেখাসমূহ কম্পিউটার জগৎ কতৃপক্ষের ব্যবস্হাপনায় থাকবে।
সামহোয়্যার ইন... কতৃপক্ষ সকল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল এবং ব্যবহারকারীর কোন তথ্য তার অনুমতি ছাড়া অন্য কোন ৩য় পক্ষের কাছে প্রকাশ করবে না।