রাস্তার ধারে সারি সারি ইউক্যালিপটাস
ফাঁকা মাঠ, মেঘলা আকাশ।
লম্বা গাছগুলো যেন আধাঁর দৈত্য
আঁকা-বাঁকা রাস্তা
খানা-পুকুর-ডোবা-গত্ত
নিঝুম রাত - আবছা তারা,
নেই কোন চাঁদ, নিশ্চুপ ধরা
পাট ক্ষেত, ধান ক্ষেত, সবুজের চাষ
কড় কড় শব্দে বিভোর বাঁশ ঝাড়-বাঁশ।
দূরে কোথাও রাখালিয়া বাঁশি
সুর আসছে ছুটে, নিশীথ নিরবতা ভেদি
হুহু বহে বাতাস, মন ওঠে কাঁদি
নেই পাশে তুমি মোর, আছে শুধু অন্ধকার
মনে পড়ে রাতগুলো সেই, পাশাপাশি বসিবার
নির্জনে, তুমি আমি পুকুর পাড়।
সেদিন ছিল আকাশে তারা,
বাতাসে বকুল গন্ধ,
তোমার হাসিতে ভংগ ঝিঁঝিঁর ছন্দ।
আজ সেই বাঁশ ঝাড়- পুকুর পাড়
তেমনি আছে,
শুধু তুমি নেই আমার পাশে বসিবার।
আছে জোনাক, আছে তার আলো
যে আলোতে তোমায় বেসেছিলাম ভালো।
নেই শুধু তুমি আর
তেমনি আছে অন্ধকার,
তেমনি আছে পুকুর পাড়।
তেমনি আছে বাঁশ বাগান,
তেমনি আছে ঝিঁঝিঁর তান।
শুধু তুমি নেই আমাকে শোনাতে গান-
পাশাপাশি বসিবার।