'পুরাণ'
আমাকে স্বপ্ন দেখাও
সেইসব অভিশপ্ত রাতের
যেখানে বিষাদের বীজে মায়ার সৃষ্টি
প্রমোদভ্রমনের লুকোনো ক্ষোভ এসে
হাসিমুখে ফিরে গেছে অলৌকিক শহরে
কাগজের ভাঁজে চলো যাই বংশানুক্রম!
'মায়া'
রোদেলা পাপ তুমি
তোমার জন্যেই শ্রুতি পাঠ
তবে কি মহামায়া অনন্ত ঘোর!
আত্মহারা মাটি ধুয়ে নেয় সব
যদিও ভাবিনি তোমার সঙ্গে মঙ্গলময় সবি
এ মন এক দগ্ধ চিল!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪০