
সিদ্ধান্ত কে নিবে জানি না, তবে এইটুকু বলতে পারি, ইউটিউব বন্ধ রেখে বর্তমান সরকার যদি কোনও মহল কে খুশি রাখতে চায়, তাহলে এর চরম মূল্য কিন্তু সরকার কে দিতে হবে। কারণ এই সিদ্ধান্ত ধর্মপন্থী উগ্রবাদীদের ছাড়া আর কাউকে খুশি করার মত সিদ্ধান্ত নয়।
শেখ হাসিনার সরকার যদি এই সিদ্ধান্ত থেকে নিজেদের কে ছাড়িয়ে না আনে তাহলে, আমার মত আমজনতার মনে ও প্রশ্ন দেখা দিতে পারে শেখ হাসিনার সরকার কে ব্যবহার করে ধর্ম নিরপেক্ষতার আড়ালে কী তাহলে ধর্মপন্থী উগ্রবাদ কে প্রতিষ্ঠিত করার কোনও পায়তারা করছে কোনও মহল ?
এতএব, ধর্ম নিরপেক্ষতার নাম যদি বেনাম থেকে হয়, বর্তমান সরকার যদি মনে করে এই দেশের স্বাধীনতা কোনও মাওলানারা অর্জন করেছে, সংবিধানে যদি উল্লেখিত থেকে থাকে যে ইসলাম ধর্ম শাসিত দেশ বাংলাদেশ, তাহলে আর ইউটিউব চালু করার দরকার নেই।
ধন্যবাদ।