অবশেষে সবশেষে সবকিছু গেলো ফেঁসে
হলোকাস্ট প্যারী ব্লাস্ট জেনোসাইড দেশে দেশে ।
ফুল ফোটা বিছানায় পর্দার কাপড়ে
লেগে গেছে রক্ত ছাপোষা পাপোষে ।
দেয়ালের প্লাস্টারে সংগ্রামী ঝড়ে
কতজনই উড়ে গেছে শকুনের বেশে ।
দিন যায় রাত আসে গ্রীষ্মের শীত
শকুনেরা ফিরে এলে ধর্মের গীত ।
মলিন হয় রক্ত মুছে যায় রঙ
চকচকে বেয়নেট হয়ে যায় জঙ ।
হিটলার রাজাকার আর যত স্বৈরাচার
মুখে মুখে দেশপ্রেম দেশ হলো সৎকার ।
ক্ষমতার হিমালয়ে চড়ে বসে ধীরলয়ে
মানবতা মারা পড়ে সংঘাত প্রলয়ে ।
অবশেষে সবশেষে জনতার চিৎকারে
ফিরে যায় গোলাবারুদ ক্ষমতার ট্যাংকারে ।।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪