নিঃশব্দতার হিংস্র নিনাদ
অস্তিত্বের শংকায় বিলীয়মান প্রহর
যেন সন্ধ্যাকাব্যের প্রবাদ ।
অসংখ্য দ্বীপ, নিভছে প্রদীপ
মিলছে হদিস, ফুটছে টিউলিপ ।
প্রকৃতির সাথে নিশিকন্যার
বিনিদ্র সহবাস
অন্ধকারের বিমর্ষ মূর্তি
পান করে জোনাক
জ্যোৎস্নার অন্তর্যাস ।
বিবর্ণ ক্ষণ, জাগে স্পন্দন
রাত্রি ক্ষয়ে আলোক বিচ্ছুরণ ।
অপার্থিব আলোক বর্ষণে
বিস্ফোরিত আরেকটি ভোর
বিতৃষ্ণার মেঘাম্বুরে
উড়ে যায় ভয় লাগা ঘোর ।।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৫