সরকারী চাকুরে বললেই আম জনতার মনে ভেসে উঠে দূর্ণীতিবাজ পেটমোটা একজন লোকের ছবি। বাংলাদেশের জনগন সরকারী কর্মকর্তাদের উপর যে পরিমান দায়িত্ব চাপিয়েছে সেই তুলনায় তাদের রিমুনেশন ঠিক করেছে সবচেয়ে কম। আই সি এস এবং সিএসপি ( সিভিল সার্ভিস অব পাকিস্তান) পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর বিসিএস; ব্রিটিশ সিভিল সার্ভিস হতে জন্ম নেয়া দুইটি সার্ভিস। আই সি এস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস), বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)-এর কর্মকর্তাদের বর্তমান রিমুনেশনের তুলনা নিম্নরুপ।
প্রাথমিক বেতনঃ
আই সি এস অফিসারঃ
Basic Pay: Rs 23,640
D.A (@65%): Rs 15,666
H.R.A(@30%): Rs 7,092
T.A: Rs 5,280
Total: Rs 51,378
বি সি এস অফিসারঃ
Basic Pay: BDT 11,000 (৯বম স্কেল)
H.R.A(@55%): BDT 6,500
Med: BDT 700
Total: BDT 18,200
সর্বশেষ বেতনঃ
আই সি এস অফিসারঃ
Basic Pay: Rs 90,000
D.A : Rs 58,500
H.R.A: Rs 27,00
T.A:Rs 5,280
Total: Rs 1,80,780
বি সি এস অফিসারঃ
Basic Pay: BDT 40,000 (থোক) (১ম স্কেল)
এখন দেখুন বাজারের অবস্থা। তুলনার জন্য আমি সোনার মূল্যকে তুলনা করবো।
India:
Gold price (Rs/10g)
22-Carat Rs. 27,455.16
24-Carat Rs. 29,950.0
Bangladesh:
Gold price (BDT/10g)
22-Carat BDT 38,141.00
24-Carat BDT 41,611.70
অর্থাৎ একজন বিসিএস কর্মকর্তা আর শেষ জীবনেও পুরো বেতন দিয়ে ১০ গ্রাম স্বর্ণ কিনতে পারবে না। বাজারের সাথে সম্পর্কহীন বাস্তবতা বর্জিত এই বেতন স্কেল নিয়ে সরকারী কর্মচারীদের সারা জীবন চলতে হয়। যেখানে বর্তমান বাজারে ৫০০০০-৬০০০০ টাকা বেতন নিয়েও প্রাইভেট কর্মকর্তাদের সংসার চালাতে হিম সিম খেতে হয়। আমরা বলি সবার উপর দেশ বড়। অথচ বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠানের যারা বিভিন্ন সেক্টরে ব্যবস্খপনার দায়িত্বে আছে তাদের বেতন স্কেল দিয়ে রেখেছি সবচেয়ে কম। বিচিত্র এ দেশ সেলুকাস!!!! বর্তমানে সরকারী চাকরী করতে;হয় বাপের ব্যবসা বা বাড়ি থাকতে হবে নতুবা তৃণমূল পর্যায় হতে মেধা ও প্রতিভার জোরে সরকারী চাকরীতে জায়গা করে অর্থনৈতিক মুক্তি নেই।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১২ রাত ৯:৩২